করোনায় দলিত জনগোষ্ঠীর পাশে ব্রীফ ও কল ফর হিউম্যানিটি
নিজস্ব প্রতিনিধি শনিবার সন্ধ্যা ০৭:১৪, ৩০ মে, ২০২০
ভূপেন্দ্র নাথ রায়, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের খানসামা উপজেলা এবং নীলফামারীর সদর, সৈয়দপুর ও ডিমলা উপজেলায় বেসরকারি সংস্থা ব্রীফ ও কল ফর হিউম্যানিটির উদ্যোগে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে দলিত জনগোষ্ঠীর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
২৯ মে শুক্রবার ব্রীফের আয়োজনে ও কল ফর হিউম্যানিটির অর্থায়নে খানসামার আলোকঝাড়ি ইউনিয়নের দাসপাড়া, নীলফামারী সদরের বড়ুয়া হাট, সৈয়দপুরের হাজারী হাট কালীবাড়ী শাহপাড়া, ডিমলার নাউতারায় শতাধিত দলিত জনগোষ্ঠীর মাঝে চাল, আটা, মশুর ডাল, চিনি, তেল, আলু, পেঁয়াজ, লবন, সাবান ও মুড়ি বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ব্রীফের নির্বাহী পরিচালক শাহ্ আহসান হাবিব, কমিউনিটি ডেভলোপমেন্ট অফিসার রবিউল ইসলাম, সিএফসি ম্যানেজার মোঃ মিজানুর রহমান মানিক প্রমুখ।