করোনাভাইরাস : কুয়েতে ফ্লাইট, ব্যাংক, রেষ্টুরেন্ট, ক্লাব বন্ধ ঘোষণা
আরিফুল ইসলাম বুধবার রাত ১১:৪২, ১১ মার্চ, ২০২০
আরিফুল ইসলামঃ আজ বুধবার বিকেলে কুয়েতের মন্ত্রী পরিষদের সিদ্ধান্ত অনুসারে আগামীকাল বৃহস্পতিবার (১২ মার্চ) থেকে পরবর্তী দুই সপ্তাহ সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।
এসময় কুয়েতে সকল প্রকার ফ্লাইট (কুয়েতি এবং কুয়েতি পরিবারের ক্ষেত্রে শিথিল যোগ্য), শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংক, রেষ্টুরেন্ট, জিম, ক্লাব বন্ধ থাকবে বলে নিশ্চিত করেছে কুয়েতের সংবাদ মাধ্যম।
তবে, ব্যাংক বন্ধ থাকলেও এটিএম চালু থাকবে সব সময়।
আজ বিকেলে প্রধানমন্ত্রী শেখ খালিদ আল হামাদ আল সাবাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রী পরিষদ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সরকারি মুখপাত্র তারেক আল মুজাইরী জানিয়েছেন সব সিদ্ধান্ত সাময়িক।
দেশটিতে শেষ ২৪ ঘন্টায় নতুন করে ৩ জনের মধ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয় এবং এখন পর্যন্ত এনিয়ে ৭২ জন সনাক্ত করা হয়েছে, তাদের মধ্যে থেকে ২ জন সুস্থ ও ৫ জন আইসিইউতে চিকিৎসাধীন আছে।
সুত্রঃ আরব টাইমস