ঢাকা (সকাল ৯:৩৩) রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


করোনাভাইরাস: অ্যাপলের সব দোকান বন্ধ

সেলিম খান সেলিম খান Clock সোমবার দুপুর ০১:৫১, ২৩ মার্চ, ২০২০

দেশে দেশে ছড়িয়ে পড়া করোনার প্রাদুর্ভাব রুখতে বিশ্বব্যাপী নানান উদ্যোগ নেয়া হয়েছে। আর সাথে সাথে কর্মীদের সচেতন করছে অ্যাপল, গুগল, ফেসবুকের মতো প্রতিষ্ঠানগুলো। এরই ধারাবাহিকতায় এবার দুবাই মল, দুবাইয়ের আমিরাতের মল এবং আবুধাবিতে ইয়াস মলসহ চীনের বাইরে অ্যাপলের প্রায় সব দোকান আপাতত বন্ধ করে দেয়া হয়েছে।

ডুবাই থেকে প্রকাশিত খালিজ টাইমসের খবরে বলা হয়েছে, বিভিন্ন জায়গায় অ্যাপলের দোকান বন্ধ করে দেয়ার খবর সংশ্লিষ্ট মলের ওয়েবসাইট, প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে জানা যায়।

অ্যাপলের সিইও টিম কুক শনিবার (১৪ মার্চ) করোনার বিস্তার রোধে চীনের বাইরের সব দোকান আগামী ২৭ মার্চ পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন। একইসাথে তিনি এ সমস্যা মোকাবিলায় ১৫ মিলিয়ন ডলার প্রদানেরও ঘোষণা দিয়েছেন।এদিকে চীনের করোনাভাইরাসের পরিস্থিতি কিছুটা উন্নতির পর অ্যাপল সেখানে তাদের ৪২টি দোকান চালু করেছে।

 

 




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT