কমতে শুরু করেছে শীতের প্রকোপ
নিজস্ব প্রতিনিধি শনিবার সন্ধ্যা ০৬:১৮, ২৫ ডিসেম্বর, ২০২১
দেশে শীতের প্রকোপ কমছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তারা জানিয়েছে, রাজধানীসহ সারাদেশে তাপমাত্রা বাড়ছে। আজ শনিবার (২৫ ডিসেম্বর) আবহাওয়ার পূর্বভাসে এ তথ্য জানানো হয়।
বলা হয়, শনিবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকা ও তৎসংলগ্ন এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ সময়ে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী তিনদিন আবহাওয়া মোটামুটি এ রকমই থাকতে পারে।
আবহাওয়া বিভাগ জানিয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমি স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ২৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার সকাল ৯টা থেকে শনিবার সকাল ৯টা পর্যন্ত দেশের কোথাও বৃষ্টি হয়নি।
শনিবার পঞ্চগড়ের তেঁতুলিয়া ছাড়া আর কোথাও তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে ছিলো না। ওই দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
গত কয়েকদিন ধরে তাপমাত্রা কম ছিলো দেশের চারটি বিভাগে। মৃদু শৈত্যপ্রবাহ ছিলো। ঘণ কুয়াশার পাশাপাশি ছিলো ঠাণ্ডা বাতাস। এসময় প্রচণ্ড শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছিলো। কষ্টে দিন পার করছিলো দিনে এনে দিনে খাওয়া মানুষগুলো। তাপমাত্রা বাড়ার ফলে স্বস্তি পাচ্ছেন খেটেখাওয়া মানুষেরা।