কঠোর বিধিনিষেধের দশম দিনে রাজধানীতে গ্রেপ্তার ৩০৩
ডেক্স রিপোর্ট সোমবার ১২:২০, ২ আগস্ট, ২০২১
করোনারোধে সরকারের দেওয়া কঠোর বিধিনিষেধের দশম দিনে নির্দেশনা অমান্য করে অকারণে বাইরে বের হওয়ায় রাজধানীতে গ্রেপ্তার হয়েছেন ৩০৩ জন। এছাড়া ১০৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক লাখ ১৬ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল রোববার রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম এ তথ্য জানান।
এ নিয়ে গত দশ দিনে মোট চার হাজার ৭৮৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এডিসি ইফতেখায়রুল ইসলাম বলেন, ‘সকাল থেকে ডিএমপির আটটি বিভাগের রমনা, লালবাগ, মতিঝিল, ওয়ারী, তেজগাঁও, মিরপুর, গুলশান ও উত্তরা এলাকায় নিয়ম অমান্য করে বাইরে বের হওয়ায় ৩০৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ১০৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক লাখ ১৬ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়েছে।’
পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, এ ছাড়া জরুরি কাজ ছাড়া সড়কে যানবাহন নিয়ে বের হওয়ায় ডিএমপি পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ও ট্রাফিক বিভাগ ১৮৩টি গাড়ির বিরুদ্ধে মামলা করেছে। পাশাপাশি চার লাখ ৪৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
ইফতেখায়রুল ইসলাম জানান, করোনারোধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ ছাড়া মানুষকে সচেতন করতেও কাজ করছে পুলিশ।