ঢাকা (রাত ২:৫৭) শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

কক্সবাজার পৌর মেয়রসহ পরিবারের ৫ সদস্য করোনা আক্রান্ত : দোয়া কামনা

কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান
কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock শনিবার রাত ০৯:৫৫, ৩০ মে, ২০২০

শফিউল আলম, কক্সবাজার জেলা প্রতিনিধিঃ কক্সবাজার পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের ৫ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

শনিবার (৩০মে) সন্ধ্যায় কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাব থেকে মেয়র মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের ৫ সদস্যের শরীরের স্যাম্পল টেস্টের রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া যায়। কক্সবাজার জেলা স্বাস্থ্য বিভাগ এতথ্য নিশ্চিত করেছেন।

মেয়র মুজিবুর রহমানসহ অন্যান্যরা গত ২৯মে কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে তাঁদের শরীরের স্যাম্পল টেস্ট করতে দিয়েছিলেন।

প্রসঙ্গত, এরআগে গত ২৮মে কক্সবাজার পৌরসভার ২ নম্বর ওয়ার্ড ও ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিজানুর রহমান মিজান ও সালাহউদ্দিন সেতু করোনা আক্রান্ত হন।

করোনা ভাইরাসে আক্রান্ত হওয়া কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান ও তাঁর পরিবারের আরো ৪ সদস্যের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন তিনি। মেয়র মুজিবুর রহমান বলেন, জনসেবা করতে জনতার মাঝে থাকতে গিয়ে আমি এবং আমার পরিবারের সদস্যরা আজ করোনা ভাইরাসে সংক্রামিত হয়েছি।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT