ঢাকা (রাত ১২:০৯) সোমবার, ১৪ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

ওয়াজ নিয়ে বিরূপ মন্তব্য করায় ইউনিয়ন বিএনপি নেতা সাবিকুল বহিস্কার

হোসাইন মোহাম্মদ দিদার হোসাইন মোহাম্মদ দিদার Clock শনিবার সকাল ১১:০১, ৮ ফেব্রুয়ারী, ২০২৫

ওয়াজ মাহফিল নিয়ে বিরূপ মন্তব্য করায় তিতাস উপজেলার কলাকান্দি ইউনিয়ন বিএনপি সদস্য সচিবকে বহিস্কার করেছে তিতাস উপজেলা বিএনপি।

 

বৃহস্পতিবার(০৬ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার কলাকান্দি ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব সাবিকুল ইসলামকে বহিস্কার করেছে উপজেলা বিএনপি। উপজেলা বিএনপি আহ্বায়ক ওসমান গনি ভূঁইয়া ও সদস্য সচিব মেহেদি হাসান সেলিম ভূঁইয়ার স্বাক্ষরিত দলীয় প্যাডে এ বহিস্কার আদেশ দেওয়া হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তিতাস উপজেলার শাখার অধীনস্থ কলাকান্দি ইউনিয়ন বিএনপি সদস্য সচিব দায়ীত্বশীল পদে অসীম থেকে গত (০২ ফেব্রুয়ারী)রোববার রাতে ৫নং কলাকান্দি ইউনিয়ন হাড়াইরকান্দি গ্রামে বাৎসরিক ওয়াজ মাহফিলে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি ও আলেমদের শানে বেয়াদবি মূলক বক্তব্য প্রদান করায়, উক্ত বক্তব্য ফেইসবুকে ভাইরাল হয়েছে এবং ধর্মপ্রাণ মুসলমানগণ, ওলামায়ে কেরামগণ, মাদ্রাসার ছাত্র- জনতা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বহিস্কারের দাবীতে এবং আপনার এই বক্তব্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভামমুর্তি ক্ষুন্ন হওয়ার কারণে বক্তব্যের সুনির্দিষ্ট প্রমাণের আলোকে আপনাকে সদস্য সচিব ও দলের সকল প্রকার সদস্য পদ থেকে স্থায়ী ভাবে বহিস্কার করা হইল।

 

এদিকে,জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন তার ব্যবহৃত ফেসবুক ওয়ালে একটি পোস্ট দিয়ে বলেছেন,আমাদের পবিত্র ধর্ম ইসলাম নিয়ে কোনও কটূক্তি বরদাস্ত করা হবে না। বিতর্কিত ও কটূক্তিমূলক বক্তব্য দেয়ায় তিতাস উপজেলার কলাকান্দি ইউনিয়ন বিএনপি সদস্য সচিব মো: সাবিকুল ইসলামকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT