ঢাকা (দুপুর ১২:৩৭) রবিবার, ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

এমপি নির্বাচিত হলে পল্লীবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে কাজ করবো- শাহীন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন গাইবান্ধা-২ : জাপার সম্ভাব্য প্রার্থী সরওয়ার হোসেন শাহীন

আসাদুজ্জামান আসাদুজ্জামান Clock শনিবার সকাল ০৮:৫৩, ১৯ আগস্ট, ২০২৩

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-২ (সদর) আসনে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী জেলা জাতীয় পার্টির সদস্য সচিব ও সাবেক সাধারণ সম্পাদক মোঃ সরওয়ার হোসেন শাহীন।

 

তিনি এ আসনটি লাঙ্গলের দখলে নিতে ব্যাপক গণসংযোগ চালিয়ে আলোচনায় এসেছেন।

তৃনমুল জাতীয় পার্টির নেতাকর্মীরা তাকে এবার জাতীয় পার্টির প্রার্থী হিসাবে চায়।

ইতিমধ্যে তিনি জাতীয় পার্টির পক্ষে গ্রামগঞ্জের মানুষের কাছে ভোট প্রার্থনা করছেন।

সরওয়ার হোসেন শাহীন পল্লীবন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে জাতীয় ছাত্র সমাজের মাধ্যমে রাজনীতি শুরু করেন। তিনি জেলা ছাত্র সমাজের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। পরে গাইবান্ধা জেলা যুব সংহতির সভাপতি হিসাবেও দীর্ঘ দিন দায়িত্ব পালন করেন।

 

সরওয়ার হোসেন শাহীন দীর্ঘ রাজনৈতিক জীবনে বহুবার নির্যাতনের শিকার হয়েছেন।

 

২০০২ সালে গাইবান্ধা জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তিনি ঠিকাদার সমিতির সভাপতি হিসেবেও দীর্ঘদিন দায়িত্ব পালন করছেন। এছাড়াও গাইবান্ধা সদর উপজেলার বিভিন্ন স্কুল, কলেজসহ, ক্রীড়া ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পৃষ্ঠপোষক।

গাইবান্ধার তৃনমূল জাতীয় পার্টির নেতাকর্মীদের আস্থাভাজন এই নেতাকে সংসদ সদস্য হিসাবে দেখতে চায় তার সমর্থকরা

 

সরওয়ার হোসেন শাহীন মনোনয়নের ব্যাপারে আশাবাদী বলে জানান। তিনি বলেন, তাকে মনোনয়ন দেয়া হলে তিনি এ আসনটি লাঙ্গল মার্কায় বিজয়ী হয়ে জিএম কাদেরকে উপহার দেবেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT