ঢাকা (সন্ধ্যা ৬:৪০) সোমবার, ১৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম
Meghna News সিলেট নগরীতে ভোর বেলায় হঠাৎ জয় বাংলা, জয় বঙ্গবন্ধুর ঝটিকা মিছিল Meghna News গৌরীপুর মহিলা কলেজে নবীনবরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত Meghna News সিলেটে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ে মানুষের মাঝে নাভিশ্বাস Meghna News সাইফুল প্রধানের হাতের ছোঁয়ায় বদলে যাচ্ছে ঢাকারগাঁও গ্রামের সমাজব্যবস্থা ও উন্নয়নচিত্র Meghna News বর্ণাঢ্য আয়োজনে ঢাকা প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Meghna News চাঁপাইনবাবগঞ্জে বিকাশ কর্মীর বাড়ি ফেরা হলোনা Meghna News হাফেজ-এ- কোরআনদের জন্য বাংলাদেশ বিশ্ব দরবারে অনন্য উচ্চতায়: আব্দুস সাত্তার Meghna News লোহাগড়ায় পুনুরুজ্জীবিত হতে যাচ্ছে ঐতিহাসিক ”জিয়া মঞ্চ” Meghna News চাঁপাইনবাবগঞ্জে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত Meghna News দাউদকান্দিতে যৌথবাহিনীর অভিযানে নগদ অর্থ ও মাদকসহ দুইজন আটক

এক জমির ২ খারিজে বিপাকে সংখ্যালঘু পরিবার

মো: শাকিল হোসেন শওকত,নাগরপুর,টাঙ্গাইল মো: শাকিল হোসেন শওকত,নাগরপুর,টাঙ্গাইল Clock বৃহস্পতিবার সন্ধ্যা ০৬:৫৫, ৪ নভেম্বর, ২০২১

ইউনিয়ন তহসিলদার (নায়েব) একটি জমি মোটা অংকের টাকার বিনিময়ে দু’জনকে খারিজ দেয়ায় সংখ্যা লঘু পরিবার আজ ঘর ছাড়া।

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সহবতপুর ইউনিয়নের তহসিলদার (নায়েব) মো. তোফাজ্জল হোসেনের বিরুদ্ধে মোটা অংকের টাকার বিনিময়ে একই জমি দু’জন ব্যক্তিকে জমা খারিজ দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

১৯৬২ সালের ভূমি জরিপের রেকর্ডীয় মালিক নায়েবের এমন অবৈধ কাজে, আজ বিপাকে পড়ে গৃহহীন হয়ে পালিয়ে বেড়াচ্ছে।

এমন অভিযোগের ভিত্তিতে সরেজমিনে উপজেলার সহবতপুর ইউনিয়নে গিয়ে মৃত সুধীর কুমার ধরের ছেলে লিটন কুমার ধরের সাথে কথা বলে জানান যায়, সাধন কুমার ধর ও লিটন কুমার ধর তাদের পূর্ব পুরুষের ভাটপাড়া মৌজার দুই দাগের ২৬ শতাংশ জমি, যার বি এস ২৩০ নং খতিয়ানের ৬৩৫ নং দাগে ৮ শতাংশ এবং ৬৩৬ নং দাগের ১৮ শতাংশ জমি, পিতার মৃত্যুর পর ১৮ নভেম্বর ২০২০ সালে নিজেদের নামে নাম খারিজ করেন।

লিটন কুমার ধর, সহবতপুর ইউনিয়নের তহসিলদার মো. তোফাজ্জল হোসেনের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, এই খারিজ করতে নায়েব তোফাজ্জল হোসেন ৭০ হাজার টাকা দাবি করে। খারিজ করতে এতো টাকা কেন লাগবে, লিটনের এমন কথার উত্তরে নায়েব জানায়, পিয়ন থেকে শুরু করে এসিল্যান্ড পর্যন্ত অফিসের সবাইকে টাকা দিতে হয়।

এ টাকা গুলো ধার-কর্জ করে ৫০ হাজার টাকার বিনিময়ে পৈত্রিক জমি খারিজ করাই।

সংসারের টাকার প্রয়োজনে ১৭ জানুয়ারী ২০২১ সালে নাগরপুর উপজেলার সাব-রেজিস্ট্রার রেজাউল করিমের অফিসে গিয়ে একই ইউনিয়নের মৃত কোরবান আলী মোল্লার ছেলে মো. জাকির হোসেন গং এর কাছে সাফ কবলায় বিক্রি করি।

লিটন কুমার ধর ভীত কন্ঠে বলে, দাদা, আমাদের ১৪ পুরুষের জমি টাকার প্রয়োজনে বিক্রি করে, প্রাণের ভয়ে বৌ বাচ্চা নিয়ে আজ পালিয়ে বেড়াতে হচ্ছি। এক দিকে ক্রেতা জমিটা খারিজ করতে পারছেনা, অন্য দিয়ে ক্ষমতাবান লোক যে আমাদের জমি খারিজ করে নিয়েছে তাদের হুমকি ধামকি। তার উপর আবার নায়েব সাব ফোন দিয়ে এবং লোক দিয়ে বিভিন্ন ধরনের কথা বলছে। নিরাপত্তা হীনতায় আমি আজ বাড়ি ছাড়া৷

দাদা, আমরা হিন্দু বলে কি আমারা ন্যায় বিচার পাবে না? ন্যায় বিচারের জন্য আমি মাননীয় ডিসি, মন্ত্রী ও প্রধানমন্ত্রীর কাছের সুবিচার প্রার্থনা করি।

উপজেলার সহবতপুর ইউনিয়নের নলসন্ধ্যা গ্রামের মৃত কোরবান আলীর ছেলে মো. জাকির হোসেন বলেন, ক্রয়কৃত জমি নিজ নামে খারিজ করতে আবেদন দিলে, জমিটি দুই ব্যক্তির নামে খারিজ থাকায়, তারা আবেদন না মনজুর দেন।

যতদূর জানতে পােরেছি এস্তা গং নামক লোকেদের নামে এই জমিটি ১৭-১৮ সালের ৫৫১ নং ক্রমিকে খারিজ দেয়া হয়েছে। নায়েব তোফাজ্জল হোসেন বিভিন্ন কারন দেখিয়ে তালবাহানা করে আমাকে ৯ মাস ঘুরিয়েছে। এছাড়াও তিনি আমাকে নেতা, এলাকার মাস্তানদের মত লোকজন দিয়ে ভয়-ভীতি দেখিয়ে চুপচাপ থাকতে বলে।

সহবতপুর ইউনিয়নের ভূমি উপ-সহকারী কর্মকর্তা তোফাজ্জল হোসেন প্রথমে বিষয় নিয়ে কথা বলতে অনীহা প্রকাশ করেন। পরে শুধু বলেন, এ বিষয়ে একটি মিস কেইস চালু আছে। আমার এসিল্যান্ড স্যারের সাথে কথা বলেন। তিনি আপনাকে সকল তথ্য দিতে পারবেন।

নাগরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসেন বলেন, আমি সম্প্রতি এখানে যোগদান করেছি। একটি জমি দু’জন ব্যক্তির নামে খারিজ প্রসঙ্গে আমার টেবিলে একটি মিস কেইসের আবেদন পেয়েছি। আমরা কাগজপত্র, দখল সহ সবকিছু পুনরায় খতিয়ে দেখে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবো। আশাকরি যে জমির প্রকৃত মালিক তিনিই আমাদের সহযোগিতা পাবেন। এছাড়াও এমন ঘটনায় যদি কারো গাফিলতি পরিলক্ষিত হয়, সে বিষয়টিও নজরে আনবো।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT