একতাই বল
নিজস্ব প্রতিনিধি
মঙ্গলবার রাত ১১:৩৭, ৯ মার্চ, ২০২১
দল
মোঃ বুলবুল হোসেন
আমরা শিশু ভাঙতে পারি
গড়তে পারি দল,
ভয় করিনা বুলেট বোমা
বুকে আছে বল।
আমরা শিশু ছুটতে জানি
শত্রু দলের আগে,
ধ্বংস করব সবাই আমরা
শত ইচ্ছে জাগে।
সবার মুখোশ খুলে দিবো
মায়া শক্তি বলে,
জগৎ থেকে চলে যাবে
মরবে মরণ কালে।


