ঢাকা (সকাল ৬:০৪) রবিবার, ২৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


উলিপুর প্রেসক্লাব’র ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

উলিপুর প্রেসক্লাব'র ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
সন্ধ্যায় কেক কেটে উলিপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।

সাজাদুল ইসলাম, কুড়িগ্রাম সাজাদুল ইসলাম, কুড়িগ্রাম Clock সোমবার সকাল ১১:৫৩, ৯ জানুয়ারী, ২০২৩

কুড়িগ্রামে উলিপুর প্রেসক্লাব’র ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে পালিত হয়েছে। রবিবার (৮ জানুয়ারি) সকালে কর্মসূচির শুরুতে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন করেন, উলিপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক সহিদুল আলম বাবুল ও যুগ্ন-আহ্বায়ক আমিনুল ইসলাম বিটু।
বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পতাকা উত্তোলন শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সুধিজন ও প্রেসক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সন্ধ্যায় কেক কেটে উলিপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক সহিদুল আলম বাবুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, উপজেলা নির্বাহী অফিসার শোভন রাংসা।
প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন কমিটির যুগ্ন-আহ্বায়ক আমিনুল ইসলাম বিটু’র সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উলিপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু সাঈদ সরকার, সিনিয়র সাংবাদিক মঞ্জুরুল হান্নান, পরিমল মজুমদার, জাহাঙ্গীর আলম সরদার, মমতাজুল করিমী প্রমুখ।
এ ছাড়াও প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সন্ধ্যায় আলোকসজ্জা ও আতশবাজি, র‍্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়েছে।



শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT