উলিপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৩ জনসহ মোট ৬৮ জনের মনোনয়ন জমা
সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম বৃহস্পতিবার রাত ১০:২৮, ৩১ ডিসেম্বর, ২০২০
কুড়িগ্রামের উলিপুুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে মনোনয়ন জমা দিয়েছেন ৬ জন। এছাড়াও সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর পদে ১৩ জন ও সাধারণ ওয়ার্ডর কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দেন ৫২ জন প্রার্থী। বৃহস্পতিবার(৩১ ডিসেম্বর) বিকেল ৫ টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের সময়সীমা নির্ধারিত ছিল। মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে প্রার্থীরা তাদের কর্মী সমর্থকদের নিয়ে উপজেলা নির্বাচন অফিসে উপস্থিত হয়ে এ মনোনয়নপত্র জমা দেন।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী তৃৃৃতীয় ধাপে আগামী ৩০ জানুয়ারি উলিপুরসহ ৬৪ পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।
জানা গেছে, বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) নির্ধারিত সময়সীমায় উলিপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত আলহাজ্ব মোঃ মামুন সরকার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র হায়দার আলী মিঞা ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মোঃ আতাউর রহমান মনোনয়ন দাখিল করেছেন।
সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর পদে ১,২ ও ৩ নং ওয়ার্ডে ৩ জন, ৪,৫ ও ৬ নং ওয়ার্ডে ৫ জন, ৭,৮ ও ৯ নং ওয়ার্ডে ৫ জন প্রার্থীসহ মোট ১৩ জন প্রার্থী ও সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে ১ নং ওয়ার্ডে ৫ জন, ২ নং ওয়ার্ডে ৮ জন, ৩ নং ওয়ার্ডে ২ জন, ৪ নং ওয়ার্ডে ৪ জন, ৫ নং ওয়ার্ডে ৮ জন, ৬ নং ওয়ার্ডে ৫ জন, ৭ নং ওয়ার্ডে ৬ জন, ৮ নং ওয়ার্ডে ৮ জন, ৯ নং ওয়ার্ডে ৬ জনসহ মোট ৫২ জন তাদের মনোনয়ন দাখিল করেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র বাছাই ০৩ জানুয়ারি,প্রার্থীতা প্রত্যাহার ১০ জানুয়ারি, প্রতীক বরাদ্দ ১১ জানুয়ারি এবং ভোট গ্রহণ ৩০ জানুয়ারি। এ পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৩৭ হাজার ৯১৫ জন। এরমধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১৮ হাজার ৫৩৯ জন এবং নারী ১৯ হাজার ৩৭৬ জন। ৯টি ওয়ার্ডের ১৮ টি কেন্দ্রের ১১৩টি কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার উলিপুর পৌরসভা সাধারণ নির্বাচন মোঃ জাহাঙ্গীর আলম রাকিব এ তথ্য নিশ্চিত করেন।