ঢাকা (রাত ৪:০৫) শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

উলিপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরগণের শপথ গ্রহণ অনুষ্ঠিত

সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম Clock বুধবার রাত ০৮:৪৩, ২৪ ফেব্রুয়ারী, ২০২১

কুুুুড়িগ্রামের উলিপুুর পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরগণের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় স্থানীয় সরকার শাখা, রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আয়োজিত রংপুর বিভাগের পৌরসভাসমূহের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরগণের শপথ গ্রহণ অনুষ্ঠানে উলিপুর,গোবিন্দগঞ্জ, জলঢাকা ও হাকিমপুর এই চারটি পৌরসভার ৪ মেয়র, ১২ সংরক্ষিত সাধারণ ওয়ার্ড কাউন্সিলর ও কুড়িগ্রাম পৌরসভার ৮ নং ওয়ার্ডের ১ জন সাধারণ ওয়ার্ড কাউন্সিলরসহ ৩৭ সাধারণ ওয়ার্ড কাউন্সিলর একসাথে শপথ গ্রহণ করেন।

অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার মো. আবদুল ওয়াহাব ভূঞা।

উলিপুর পৌরসভার শপথ গ্রহণে অংশ নেন আওয়ামী লীগ মনোনীত নির্বাচিত পৌর মেয়র মো.মামুন সরকার।

এছাড়া এ পৌরসভায় ৩ টি সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর ও ৯টি সাধারণ  ওয়ার্ডের কাউন্সিলর শপথ গ্রহণ করেন তারা হলেন
১ নং সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে রওসন আরা বেগম ,২ নং সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর এনা বেগম ও ৩ নং সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর কামরুন নাহার কেয়া ।

এদিকে, সাধারণ ওয়ার্ড কাউন্সিলর হিসেবে ১ নং ওয়ার্ডে হারুন অর রশিদ লিটন, ২ নং ওয়ার্ডে ফারুকুল ইসলাম,৩ নং ওয়ার্ডে মিজানুর রহমান,৪ নং ওয়ার্ডে আসাদুজ্জামান রাজু ,৫ নং ওয়ার্ডে খোরশেদ আলম,৬ নং ওয়ার্ডে আবুল কাশেম,৭ নং ওয়ার্ডে আনিছুর রহমান,৮ নং ওয়ার্ডে জেহাদ আলী ও ৯ নং ওয়ার্ডে মিনহাজুল ইসলাম।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT