ঢাকা (বিকাল ৪:৫১) শুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

উলিপুরে ৭টি প্যাকেজের উন্নয়নমূলক কাজের উদ্বোধন

উলিপুরে ৭টি প্যাকেজের উন্নয়নমূলক কাজের উদ্বোধন

সাজাদুল ইসলাম, কুড়িগ্রাম সাজাদুল ইসলাম, কুড়িগ্রাম Clock বুধবার বেলা ১২:৪১, ১ মার্চ, ২০২৩

কুড়িগ্রামের উলিপুরে ৭টি প্যাকেজের উন্নয়নমূলক কাজের উদ্বোধন হয়েছে। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় উপজেলার হাতিয়া ইউনিয়নে অনন্তপুর ঘাটে পানি সম্পদ মন্ত্রণালয়, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে “কুড়িগ্রাম জেলার চিলমারী ও উলিপুর উপজেলায় ব্রহ্মপুত্র নদের ডানতীর ভাঙনরোধ (১ম সংশোধিত)” ও “৬৪ জেলার অভ্যন্তরস্থ ছোট নদী, খাল এবং জলাশয় পূনখনন প্রকল্প (১ম পর্যায়) (২য় সংশোধিত)” শীর্ষক প্রকল্পের আওতায় কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলাধীন ৭টি প্যাকেজের উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেন, স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক এমএ মতিন।
উদ্বোধনের পর অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক মিনহাজুল ইসলাম।
উলিপুরে ৭টি প্যাকেজের উন্নয়নমূলক কাজের উদ্বোধন
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাপাউবো রংপুর উত্তরাঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মাহবুবর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন। প্রভাষক মোস্তাফিজার রহমানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আহসান হাবীব রানা, হাতিয়া ইউপি চেয়ারম্যান শায়খুল ইসলাম নয়া, সাবেক হাতিয়া ইউপি চেয়ারম্যান ও প্রধান শিক্ষক বিএম আবুল হোসেন, আওয়ামী লীগ নেতা পার্থ সারথি সরকার, সাংবাদিক তৈয়বুর রহমান প্রমুখ।



শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT