উলিপুরে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন
সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম মঙ্গলবার দুপুর ০২:১৬, ২ মার্চ, ২০২১
কুড়িগ্রামের উলিপুরে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।মঙ্গলবার(২ মার্চ)সকাল ১০ টায় উপজেলা নির্বাচন কমিশন কার্যালয়ের আয়োজনে উলিপুর পৌরসভা চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমি।এ সময় উপস্থিত ছিলেন, উলিপুর পৌর মেয়র আলহাজ্ব মো. মামুন সরকার,উপজেলা নির্বাচন অফিসার আহসান হাবিব,উলিপুর থানা পুলিশ পরিদর্শক রুহুল আমিনসহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগণ।
২ মার্চ প্রথম দিনে উলিপুর পৌরসভার ১ থেকে ৫ নং ওয়ার্ডে স্মার্ট জাতীয় পরিচয়পত্র প্রদান করা হবে।
এবিষয়ে উপজেলা নির্বাচন অফিসার আহসান হাবিব জানান, উপজেলায় ১৯ হাজার ৭২৪ জনকে ২ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত উলিপুর পৌরসভাসহ পর্যায়ক্রমে উপজেলার ১৩ টি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত এ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হবে।