ঢাকা (রাত ৮:২৮) শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

উলিপুরে শিক্ষক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম Clock সোমবার সন্ধ্যা ০৭:৫৪, ৪ জুলাই, ২০২২

কুড়িগ্রামের উলিপুরে সাতক্ষীরা, মুন্সিগঞ্জ, কিশোরগঞ্জ, নড়াইলসহ দেশব্যাপী শিক্ষক নির্যাতনের প্রতিবাদে এবং সাভারে শিক্ষক উৎপল কুমার হত্যার বিচারের দাবীতে শিক্ষকবৃন্দের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১১টায় শহরের উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজ গেটের সামনে উলিপুর-কুড়িগ্রাম সড়কে ঘন্টাব্যাপী এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন, উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলম সরদার, উলিপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ দেবব্রত রায়, উলিপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়েল প্রধান শিক্ষক শাহাজাহান আলী,পন্ডিত মহির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস ছাত্তার, উলিপুর কলেজিয়েট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল চন্দ্র প্রমূখ।

এসময় বক্তারা বলেন, দেশের প্রতিটি সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে শিক্ষকরা অগ্রণী ভূমিকা পালন করেন। তাদের স্কুল কিংবা কলেজের কোন শিক্ষার্থীকে শীর্ষস্থানে দেখলে শিক্ষকরা গর্ববোধ করেন। কিন্তু জাতি গড়ার কারিগর সেই শিক্ষকদের প্রাণ যাচ্ছে, কিছু কুলাঙ্গার ছাত্রের হাতে। এমনকি সবার সামনে লাঞ্চিতও হতে হচ্ছে। আমাদের পরিবার সমাজ আছে, আমরা সম্মান নিয়ে বাঁচতে চাই।

শিক্ষক লাঞ্চনার ঘটনায় জড়িতদের প্রত্যককে আইনের আওতায় এনে; দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন বক্তারা।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT