উলিপুরে রেলওয়ে স্টেশনের এপ্রোচ রোড ও কার পার্কিং পুনঃনির্মাণ কাজের উদ্বোধন
সাজাদুল ইসলাম, কুড়িগ্রাম মঙ্গলবার রাত ১০:২৬, ২৭ ডিসেম্বর, ২০২২
কুড়িগ্রামের উলিপুর রেলওয়ে স্টেশন এলাকায় রেলপথ নবায়ন এবং উলিপুরে রেলওয়ে স্টেশনের এপ্রোচ রোড ও কার পার্কিং এরিয়ার পুনঃনির্মাণ কাজের উদ্বোধন হয়েছে। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাট বিভাগের আয়োজনে উলিপুর রেলওয়ে স্টেশন এলাকায় স্থাপিত ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন, স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক এমএ মতিন।
রেলওয়ে সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম থেকে উলিপুর পর্যন্ত প্রায় ১৯ কি.মি. মিটারগেজ স্টিল স্লিপার ও কাঠের স্লিপার ৩০কোটি ৭০লক্ষ ৬৮হাজার ৩০০ টাকা ব্যয়ে ১৮ মাস মেয়াদে কাজটি বাস্তবায়ন করবে বাংলাদেশ রেলওয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান বিশ্বাস কনস্ট্রাকশন। কাজটি চুক্তি হয়েছে গত ৮ মে। এতে কুড়িগ্রাম রেলওয়ে স্টেশনে ৩টি ও উলিপুর রেলওয়ে স্টেশনে ১টি করে শাখা লাইন থাকবে।
ভিত্তিপ্রস্তর উন্মোচন আগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাট বিভাগীয় ব্যবস্থাপক আব্দুস সালাম। লালমনিরহাট বিভাগীয় প্রকৌশলী আহসান হাবিব’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার, প্রধান প্রকৌশলী আসাদুল হক, জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম।
এ সময় উলিপুর পৌর মামুন সরকার মিঠু, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার, আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, অতিরিক্ত পুলিশ সুপার (উলিপুর সার্কেল) মোহাম্মদ মহিবুল ইসলাম, উলিপুর থানা অফিসার ইনচার্জ শেখ আশরাফুজ্জামান, উপজেলা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মঈনুর রশিদ, বিভিন্ন জনপ্রতিনিধি, আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।