উলিপুরে বেগম রোকেয়া দিবস উদযাপিত : জয়িতাদের সংবর্ধনা
সাজাদুল ইসলাম, কুড়িগ্রাম শনিবার সকাল ১০:২৩, ১০ ডিসেম্বর, ২০২২
কুড়িগ্রামের উলিপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও জয়িতাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার (০৯ ডিসেম্বর) বেলা ১১ টায় উপজেলা অডিটোরিয়াম হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয় যৌথ ভাবে এ আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার শোভন রাংসা।
তথ্য আপা সুলতানা পারভীনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উলিপুর পৌর মেয়র মামুন সরকার মিঠু, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান রিপা সরদার। অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সখিনা খাতুন, উলিপুর বণিক সমিতির সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা প্রমুখ।
আলোচনা সভা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে উপজেলার ৫জন জয়িতাদের সংবর্ধনা দেয়া হয়। জয়িতারা হলেন, শ্রেষ্ঠ জননী জাকিরুন নেছা, নির্যাতিত নারী কোহিনুর বেগম, অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনে শিউলি বেগম, সমাজ উন্নয়নের অবদানে শাহিদা বেগম ও শিক্ষাখাতে ঢেকিয়ারাম মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সোনালী সরকারকে জয়িতা নারী হিসেবে ফুল দিয়ে শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।