উলিপুরে তরুণ নেতৃবৃন্দের অংশগ্রহণে সম্প্রীতি সংলাপ অনুষ্ঠিত
সাজাদুল ইসলাম, কুড়িগ্রাম শনিবার রাত ১০:৪৪, ২০ মে, ২০২৩
‘সংঘাত নয় এসো ঐক্যের বাংলাদেশ গড়ি’ এ স্লোগানে কুড়িগ্রামের উলিপুরে তরুণ নেতৃবৃন্দের অংশগ্রহণে সম্প্রীতি সংলাপ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পিস ফ্যাসিলেটেটর গ্রুপের আয়োজনে উলিপুর বণিক সমিতির হলরুমে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
সুজনের আঞ্চলিক সমন্বয়কারী রাজেশ দে রাজুর সঞ্চালনায় বক্তব্য রাখেন উলিপুর বণিক সমিতির সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, সাবেক কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, এমএ মতিন কারিগরি ও কৃষি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খোরশেদ আলম, সহকারি অধ্যাপক নোমান খাঁন ফেরদৌস, উপজেলা সুজনের সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী, রাজেশ দে রাজু, উলিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা উম্মে হাবিবা পলি, শিমুল দেব, প্রণয় সরকার প্রীতম, ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম প্রমুখ।