উলিপুরে ক্ষতিগ্রস্থ দূর্গামন্দির পরিদর্শন করেছেন এমপি অধ্যাপক এম এ মতিন
সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম শনিবার সন্ধ্যা ০৭:৪৭, ১৬ অক্টোবর, ২০২১
কুড়িগ্রামের উলিপুরে ভাঙচুর ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্থ দুর্গামন্দির গুলো পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন।
শনিবার(১৬ অক্টোবর) দুপরে ক্ষতিগ্রস্থ দূর্গামন্দির পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলার পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক প্রভাষক স ম আল মামুন সবুজ, ত্রাণ বিষয়ক সম্পাদক মঞ্জুরুল সরদার বাবু, সহ প্রচার সম্পাদক সহকারি অধ্যাপক শাহিনুর আলমগীর, গুনাইগাছ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রউফ রিজু, সাধারণ সম্পাদক প্রভাষক মোজাম্মেল হক, আওয়ামী লীগ নেতা সাইদুল হক বাচ্চু, থেতরাই ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আনিছুর রহমান, উলিপুর পৌর আওয়ামী লীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক আব্দুল মালেক, উলিপুর পৌরসভার ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সমীর কুমার খোকন, গুনাইগাছ ইউপি সদস্য আবুল কাশেম প্রমূখ।
উল্লেখ্য, কুমিল্লার একটি পূজামণ্ডপে পবিত্র কুরআন শরীফ অবমাননার ঘটনায় উলিপুরে প্রায় ৯টি মন্দিরে ভাঙচুর ও অগ্নিসংযোগ চালান বিক্ষুব্ধ জনতা।