ঢাকা (রাত ৮:০৯) বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


উলিপুরে ইয়াবাসহ যুবলীগ নেতা আটক

সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম Clock মঙ্গলবার ১২:২২, ২৩ আগস্ট, ২০২২

কুড়িগ্রামের উলিপুরে ২০ পিস ইয়াবাসহ একাধিক মাদক মামলার আসামী; আসাদুজ্জামান বাবু (৪০) নামে যুবলীগ নেতাকে আটক করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আসাদুজ্জামান বাবু উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক কমিটির ১ নং যুগ্ন-আহ্বায়ক।

সোমবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টায়; পৌর শহরের পূর্ব বাজার জোনাইডাঙ্গা এলাকায়; নিজ বাড়ী থেকে তাকে আটক করা হয়। আটক যুবলীগ নেতা ওই এলাকার সাহের আলী’র পুত্র।

জানা গেছে, সোমবার ২২ আগস্ট সকাল সাড়ে ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে; জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মোকছেদ আলী সরকারের নেতৃত্বে জেলা পুলিশের সহযোগিতায়; ওই যুবলীগ নেতার বাড়ীর ঘরের ভিতর বিছানার তোষকের নিচ থেকে বিক্রয়ের উদ্দেশ্য হেফাজতে রাখা; ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয়েছে।

উলিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে; দুপুরে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে। মামলা নং-২৫।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT