ঢাকা (দুপুর ১:০৪) বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

উপ-নির্বাচন নওগাঁ-৬ আসন: আওয়ামীলীগ-বিএনপিসহ পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র জমাঃ২০ সেপ্টেম্বর যাচাই বাছাই

আবু ইউসুফ,নওগাঁ আবু ইউসুফ,নওগাঁ Clock বৃহস্পতিবার সন্ধ্যা ০৭:৫১, ১৭ সেপ্টেম্বর, ২০২০

নওগাঁ-৬,(রাণীনগর-আত্রাই) আসনে আসন্ন উপ-নির্বাচনে প্রতিদ্বন্দিতা করতে আওয়ামীলীগ,জাতীয় পার্টি ও বিএনপি’র দলীয় মনোনীত প্রার্থীসহ ৫ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত এসব মনোনয়নপত্র জমা দেয়া হয়। আগামী ২০ সেপ্টেম্বর জমাকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে।

গত ২৭ জুলাই নওগাঁ-৬,আসনের এমপি ইসরাফিল আলম মারা গেলে এই আসনটি শুন্য ঘোষনা করে নির্বাচনের তফশিল ঘোষনা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফশিল আনুযায়ী গত ৩ সেপ্টেম্বর থেকে মনোনয়ন পত্র বিতরণ শুরু করে এবং ১৭ সেপ্টেম্বর বিতরণকৃত মনোনয়নপত্র জমার শেষ দিন নির্ধারণ করা হয়।

এই সময়ের মধ্যে ৯ সেপ্টম্বর আওয়ামীলীগ মনোনীত প্রার্থী রাণীনগর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন হেলাল মনোনয়নপত্র সংগ্রহ করেন। এছাড়া প্রধান বিরোধী দল জাতীয় পার্টি মনোনীত রাণীনগর উপজেলা জাতীয় পার্টির সভাপতি কাজী গোলাম কবির এবং বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল ইসলাম মনোনয়নপত্র সংগ্রহ করেন। মনোনয়ন সংগ্রহ করেছেন ন্যাশনাল পিপুলস পার্টি মনোনীত প্রার্থী ইন্তেখাব আলম রুবেল।এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে নওগাঁ জেলা সেচ্ছা সেবকলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওমর ফারুক সুমন, প্রকৌশলী জাহিদুল হক জাহিদ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

নওগাঁ জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান জানান,মনোনয়ন পত্র জমার শেষ দিনে বৃহস্পতিবার দুপুর থেকে নওগাঁ জেলা ও রাণীনগর উপজেলা নির্বাচন অফিসে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন হেলাল,জাতীয় পার্টি মনোনীত প্রার্থী কাজী গোলাম কবির,এবং বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল ইসলাম এবং ন্যাশনাল পিপুলস পার্টির মনোনীত প্রার্থী ইন্তেখাব আলম রুবেল এবং স্বতন্ত্র প্রার্থী প্রকৌশলী জাহিদুল হক মনোনয়নপত্র জমা দেন। এছাড়া দলের সিদ্ধান্ত মেনে নিয়ে নওগাঁ জেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওমর ফারুক সুমন মনোনয়নপত্র জমা দেননি ।

রাণীনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জায়েদা খাতুন জানান,ঘোষিত তফশীল অনুযায়ী আগামী ২০ সেপ্টেম্বর যাচাই-বাছাই, ২৭ সেপ্টেম্বর প্রত্যাহার। এআসনে আগামী ১৭ অক্টোবর ভোটগ্রহন অনুষ্ঠিত হবে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT