ঢাকা (রাত ৩:৫৩) মঙ্গলবার, ৩০শে এপ্রিল, ২০২৪ ইং

ঈদ উপহার হিসেবে শিশুদের বই দিলো “সাংবাদিক শরীফ প্রধান পাঠাগার”



পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে ঈদগাহে আসা শিশুদেরকে’ ঈদ উপহার হিসেবে নতুন বই দিলো, সাংবাদিক শরীফ প্রধান পাঠাগার। পাঠাগারটি দাউদকান্দি উপজেলার কাদিয়ারভাঙ্গা গ্রামে অবস্থিত। ”

 

এই বছরই প্রথম বারের মতো এই অনন্য উদ্যোগটি গ্রহন করেছে পাঠাগারটি। শিশু-কিশোরদের বই মূখী করতে এবং পাঠ্য পুস্তকের বাহিরে বই পড়ার প্রতি আগ্রহ বাড়াতে ঈদের দিনে বই উপহার দেয়া হয়ছে। দাউদকান্দি উপজেলার কাদিয়ারভাঙ্গা আরফানুননেছা ঈদগাহ মাঠে ঈদ-উল ফিতরের নামাজ শেষে নানান বিষয়ের বই শিশু-কিশোরদের হাতে তুলে দেন পাঠাগার প্রতিষ্ঠাতা সাংবাদিক শরীফ প্রধান।

 

সাংবাদিক শরীফ প্রধান বলেন, ঈদ-উল ফিতর উপলক্ষে “গ্রামের শিশু-কিশোরদের ঈদ সালামি হিসেবে নতুন বই দেয়ার একটি পরিকল্পনা করি। কারন, ঈদে অনেকেই নতুন জামা ও নতুন টাকা দেয়। কিন্তু নতুন বই কেউ দেয় না।

 

সমাজের শিশু-কিশোরদের বই মূখী করতে এবং বই পড়ার আগ্রহ গড়ে তুলতে এই উদ্যোগ নেই এবং তাদের হাতে বই তুলে দেই। শিশুরাও বই পেয়ে আনন্দিত হয়েছে। আমি প্রথম বারের মতো এটি করছি। বইয়ের প্রতি শিশুদের আগ্রহ দেখেছি। আমি আগামীতে আরো বেশি বই দিবো। সে লক্ষ্যে বই সংগ্রহ করবো।

শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর




© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT