ইসলাম ধর্ম গ্রহন করলেন সিলেটের এক তরুণ, তন্ময় ধর থেকে হলেন ফাহিম
নিজস্ব প্রতিনিধি বৃহস্পতিবার রাত ১১:৪৫, ১৮ জুন, ২০২০
মোঃ ইবাদুর রহমান জাকির, সিলেট প্রতিনিধিঃ সিলেট জেলার বিয়ানীবাজারে অন্য ধর্ম থেকে এক তরুন ইসলাম ধর্ম গ্রহন করে মুসলিম হওয়ার খবর পাওয়া গেছে। গত বুধবার (১৭জুন) ইসলাম ধর্ম গ্রহন করেন এবং তার ধর্মীয় নতুন নাম মোহাম্মদ ফাহিম।
জানা যায়, তার আগের নাম তন্ময় ধর ও ডাক নাম প্রান্ত ছিল তবে ধর্মানুসারে তিনি তার নতুন নাম মোহাম্মদ ফাহিম দিয়েছেন৷ মোহাম্মদ ফাহিম মেঘনা নিউজ প্রতিনিধিকে জানান, আল্লাহকে বিশ্বাস করে তিনি স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহন করেছেন। কারো প্ররোচনায় ধর্মান্তরিত হয়েছেন কি না? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন আমার বয়স হয়েছে আমি নিজের ইচ্ছায় বুঝে প্রায় এক বছর থেকে সিদ্ধান্তহীনতায় ভুগছিলাম তবে দেরিতে হলেও আমি ইসলাম ধর্ম গ্রহন করতে পেরে নিজেকে ধন্য মনে করছি।
জানা যায়, তন্ময় ধর প্রান্ত বর্তমানে মোহাম্মদ ফাহিম বিয়ানীবাজার পৌরসভার ৫ নং ওয়ার্ড নয়াগ্রামের বাসিন্দা। এদিকে ফাহিম ইসলাম ধর্ম গ্রহন করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে থাকে অনেকেই সাধুবাদ জানিয়েছেন।