ঢাকা (বিকাল ৩:৪৮) শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


ইথিওপিয়ার গ্রামে গণহত্যা : সেনাবাহিনীর অভিযানে সন্দেহভাজন ৪২জন হত্যা

ইথিওপিয়ার গ্রামে হামলাকারীদের ধরতে অভিযান চালিয়েছে দেশটির সেনাবাহিনী। ফাইল ছবি রয়টার্স
ইথিওপিয়ার গ্রামে হামলাকারীদের ধরতে অভিযান চালিয়েছে দেশটির সেনাবাহিনী। ফাইল ছবি রয়টার্স

মেঘনা নিউজ ডেস্ক মেঘনা নিউজ ডেস্ক Clock শুক্রবার রাত ১১:১৬, ২৫ ডিসেম্বর, ২০২০

ইথিওপিয়ার বেনিশানুল-গুমুজ অঞ্চলে শতাধিক ব্যক্তিকে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে ৪২ জনকে হত্যা করেছে দেশটির সেনাবাহিনী। গতকাল বৃহস্পতিবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

একই ঘটনার জেরে নিরাপত্তা ও দায়িত্বে অবহেলার অভিযোগে সরকারের বর্তমান ও সাবেক পাঁচজন কর্মকর্তাকে আটক করা হয়েছে বলে খবর দিয়েছে দেশটির গণমাধ্যম।

গত বুধবার ভোররাতে ইথিওপিয়ার পশ্চিমাঞ্চলের বেকোজি গ্রামে অজ্ঞাত ব্যক্তিরা হামলা চালায়। তারা ঘুমন্ত গ্রামবাসীর বাড়িঘরে আগুন ধরিয়ে দেয়। গ্রামবাসীকে গুলি ও ছুরিকাঘাত করে।

সশস্ত্র এই হামলায় ১০০ জনের বেশি মানুষ নিহত হয়েছে বলে দেশটির মানবাধিকার কমিশন জানায়। এ ছাড়া আহত হয়েছে অনেকে। কারা, কেন এই হামলা চালিয়েছে, তা এখন পর্যন্ত স্পষ্ট নয়।

যে এলাকায় এই হামলা হয়, সেখানে একাধিক নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর বসবাস রয়েছে। হামলাকারীরা জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীকে লক্ষ্যবস্তু করে এই হামলা চালিয়েছে বলে মনে করছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

পরে হামলাকারীদের ধরতে দেশটির সেনাবাহিনী অভিযান চালায়। এই সেনা অভিযানে মোট ৪২ জন নিহত হয়েছে।

সেনা অভিযানে নিহত সন্দেহভাজন ব্যক্তির পরিচয় জানায়নি দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। খবরে বলা হয়েছে, অভিযানে অস্ত্র উদ্ধার হয়েছে।

ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ ঘুরে যাওয়ার এক দিন পরই বেনিশানুল-গুমুজ অঞ্চলে বুধবার ভোরের ওই হামলার ঘটনা ঘটে। সাম্প্রতিক সময়ে অঞ্চলটিতে জাতিগত সহিংসতার পুনরাবৃত্তি ঘটছে। এ নিয়ে আলোচনার জন্য গত মঙ্গলবার অঞ্চলটি সফর করেন আবি আহমেদ। এই গণহত্যাকে ‘করুণ’ ঘটনা বলে বর্ণনা করেছেন তিনি। বলেছেন, এলাকাটিতে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT