ইজতেমা মাঠে সাদ পন্থীদের বর্বোরিচত হামলার প্রতিবাদে গৌরীপুরে বিক্ষোভ মিছিল
ওবায়দুর রহমান শুক্রবার সন্ধ্যা ০৬:৩৯, ২০ ডিসেম্বর, ২০২৪
টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে সাদ পন্থীদের বর্বোরিচত হামলার প্রতিবাদে ও বিচারের দাবিতে ময়মনসিংহের গৌরীপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) সচেতন ছাত্র সমাজের ব্যানারে বিক্ষোভ মিছিলটি গৌরীপুর পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে গৌরীপুর হারুন পার্কে সংক্ষিপ্ত সমাবেশ করেছে।
সাদ পন্থীদের বিচার চেয়ে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা মোহাম্মদ হোসাইন আহাম্মদ, নাইম হাসান সাদী, মো. মাজহারুল ইসলাম, মো. রাকিব হাসান, মো. তৌহিদুল ইসলাম, রাকিবুল ইসলাম, মো. তৌহিদুল ইসলাম, ইব্রাহিম খলিল, মো. বেলাল হোসেন জিহাদী, মো. ইমন মিয়া, মো. মাসুদুর রহমান, মো. সাকিব হাসান, মো. রমজান আলী, মো. আল আমিন প্রমুখ।