ইউরোপ যাওয়ার স্বপ্ন ধূলিসাৎ বড়লেখার দুই যুবকের
মোঃ কামরুজ্জামান বৃহস্পতিবার দুপুর ০২:২৮, ২৮ নভেম্বর, ২০১৯
মোঃইবাদুর রহমান জাকির, বড়লেখা প্রতিনিধি: ইউরোপ যাওয়ার স্বপ্ন ভঙ্গ হলো বড়লেখার আরো ২ তরুণের। ভূমধ্যসাগর পথে মরক্কো থেকে স্পেনে যাওয়ার পথে সোমবার রাতে নৌকাডুবিতে ৩ তরুণের মৃত্যু হয়েছে।এদের মধ্যে জাকির হোসেন মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার দাসের বাজার ইউনিয়নের সুড়িকান্দি গ্রামের বাসিন্দা ও জালাল উদ্দিন বড়লেখা উপজেলার নিজ বাহাদুর পুর ইউনিয়নের পকুয়া গ্রামের বাসিন্দা। দালালের মাধ্যমে ইউরোপ যাওয়ার পথে তাদের সলিল সমাধির খরব পাওয়া গেছে। তাদের করুণ মৃত্যুর সংবাদ শুনে বাবা-মা-সহ স্বজনদের মধ্যে চলছে শোকের মাতম। উদ্ধার হওয়া আহত এক যুবকের দেয়া সুত্রে জানা গেছে, মরক্কোর নাদুর থেকে নৌকায় করে প্রায় ৭৮ জন তরুণ স্পেনের ম্যালিনার উদ্দেশ্যে যাত্রা করে। ভুমধ্যসাগরে ইউরোপগামী তরুণবাহী নৌকাটি একসময় সাগরে ডুবে গেলে অনেকেই নিখোঁজ হন। পুলিশ গুরুতর আহত আরো ৫৯ জনকে দ্বীপ থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। নৌকা ডুবিতে এখন পর্যন্ত ১৬ জন নিখোঁজ রয়েছেন। আহত এবং নিখোঁজ থাকা কারোই নাম ঠিকানা এখনও নিশ্চিত করতে পারেনি ম্যানিলা কর্তৃপক্ষ। মৃত্যুর হাত থেকে সৌভাগ্যক্রমে স্পেনের দ্বীপে বেঁচে উঠা আহত যাত্রীদের একজন হলেন সিলেট জেলার জকিগঞ্জের তারেক আহমদ। তিনি জানান অন্যদের সাথে ইউরোপের স্পেন যাওয়ার জন্য ওই নৌকার যাত্রী ছিলেন।