ঢাকা (রাত ৮:২২) বুধবার, ২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

আলীগ নিষিদ্ধের বিক্ষোভে ‘জয়বাংলা’ স্লোগান, আটক ১

news pic_9fn8yr87we

মেঘনা নিউজ ডেস্ক মেঘনা নিউজ ডেস্ক Clock সোমবার দুপুর ০১:৫৯, ২৪ মার্চ, ২০২৫

মাগুরা শহরে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ চলাকালে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়ায় ইউসুফ হোসেন নামে এক যুবকের মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। পরে ওই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। রোববার দুপুরে মাগুরা কলেজ রোডে এ ঘটনা ঘটে।

জানা গেছে, রবিবার মাগুরায় আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন বৈষম্যবিরোধী ছাত্ররা। এ সময় ইউসুফ হঠাৎ মিছিলের সামনে এসে “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু” স্লোগান দেন। এ ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্ররা ক্ষুব্ধ হয়ে তাকে খুঁজতে থাকেন। একপর্যায়ে একটি দোকানে খুঁজে পেলেও তাকে সেখানে থেকে নিজেদের নিয়ন্ত্রণে নিতে পারেননি। তখন উত্তেজনা সৃষ্টি হয়। পুলিশ উত্তেজিত ছাত্র জনতাকে শান্ত করার চেষ্টা করে। পরিস্থিতি আরও অশান্ত হলে সেনাবাহিনী এসে ওই যুবককে উদ্ধার করে পুলিশে সোপর্দ করে। পরে পুলিশের একটি গাড়িতে জিজ্ঞাসাবাদের জন্য তাকে সদর থানায় নেওয়া হয়।

এ বিষয়ে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, “জিজ্ঞাসাবাদের জন্য তাকে থানায় আনা হয়েছে।”




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT