ঢাকা (রাত ২:০০) সোমবার, ২০শে মে, ২০২৪ ইং
শিরোনাম
Meghna News দাউদকান্দিতে অগ্রজের মৃত্যু শোকে অনুজের মৃত্যু, বোনের হার্ট ফেইল Meghna News টানা দরপতনে পতনে বাজার ছাড়ছেন বিনিয়োগকারীরা Meghna News বাংলাদেশী পঞ্চম এভারেস্ট জয়ী বাবর আলী Meghna News ২০৩০ সালে ঢাকা হবে দাবদাহে শীর্ষ ১০ নগরীর একটি! Meghna News চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা কেড়ে নিলো ৪ জনের প্রাণ Meghna News শিয়া (ইয়েমেন) ও সুন্নির (হামাস) মধ্যে কার্যকর ঐক্য মুসলিম ঐক্যের প্রতীক Meghna News প্রচণ্ড যুদ্ধ চলছে রাফাহসহ সমগ্র গাজায় Meghna News হোয়াটসঅ্যাপে ইন্টারনেট ছাড়াই পাঠানো যাবে ছবি-ভিডিও-ডকুমেন্ট Meghna News সুধা রানীর হাদিসের প্রভাষক পদে উত্তীর্ণ হওয়া নিয়ে তোলপাড়, দায় কার? Meghna News প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে দাউদকান্দিতে আলোচনা সভা ও র‍্যালী

আলীকদমে হত দরিদ্রদের মাঝে ইউএনডিপি’র খাদ্য সামগ্রী বিতরণ



 সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যা, বান্দরবান প্রতিনিধি : আলীকদম উপজেলায় করোনা ভাইরাস উপলক্ষে ইউএনডিপি’র বিশেষ বরাদ্দকৃত প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ৪ টি ইউনিয়নে শান্তিপূর্ণ ভাবে পাহাড়ী – বাংঙ্গালীর মাঝে সম্মনয় রেখে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। সোমবার (২৪ আগষ্ট) সকাল ১০ ঘটিকা হইতে আলীকদম উপজেলার ৪ টি ইউনিয়নে পাহাড়ী বাংঙ্গালীর সাথে সম্মনয় রেখে সমান ভাবে এইসব খাদ্য সামগ্রী বিতরণের কার্যক্রম শুরু হয়েছে। এসময় অসহায় দিন মজুর কর্মহীন মানুষকে সহায়তা প্রদান করা হয়েছে। ত্রাণ বিতরণের সময় উপস্হিত ছিলেন-ইউএনডিপি ডিষ্ট্রিক্ট ম্যানেজার খুশি রায় ত্রিপুরা, ৩ নং নয়াপড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফোগ্য মার্মাসহ স্হানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও সাংবাদিক বৃন্ধ। এদিকে আলীকদম উপজেলার ৪ টি ইউনিয়নে পাহাড়ী বাংঙ্গালী মিলে আলীকদম সদর ইউনিয়নে ১৫০০ পরিবার, ২ নং চৈক্ষ্যং ইউনিয়নে ১৬৯০ পরিবার, ৩নং নয়াপড়া ইউনিয়নে ১৯০৮ পরিবার এবং ৪ নং কুরুকপাতা ইউনিয়ে ২৪০০ পরিবারসহ দূর্গম এলাকার অসহায় দুঃস্হ পরিবারে মানুষগুলো ইউএনডিপি’র ত্রাণ সুবিধা পেয়েছে। ইউএনডিপির সূত্রে জানা যায় – চাউল -১৫ কেজি, আলু – ৫ কেজি, ডাল – ২ কেজি, পেঁয়াজ – ১কেজি, লবণ – ১ কেজি, তৈল- ১ লিটার, মাস্ক – ৪ পিস, সাবান – ২ পিস একং বিভিন্ন ধরণের শাক- সবজির বীজ – ৭ পেকেট দেওয়া হয়েছে। ৩ নং নয়াপড়া ইউপি চেয়ারম্যান ফোগ্য মার্মা জানান – করোনা ভাইরাসের প্রাদুর্ভাব এর ফলে আর্থিক ক্ষতিগ্রস্হ ও অসহায় দিন মজুর কর্মহীন মানুষের জন্য ইউএনডিপি’র মাধ্যমে ৩ নং নয়াপড়া ইউনিয়নে পাহাড়ী বাংঙ্গালীসহ মোট ১৯০৮ টি দুস্হ পরিবারের মাঝে জুরুরি খাদ্য সহায়তা দিতে সক্ষম হয়েছি এবং আলীকদম থানা পুলিশের সার্বিক সহযোগীতায় শান্তিপূর্ণ ভাবে খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রম শেষ করতে পেরেছি। এদিকে খাদ্য সামগ্রী নিতে আসা ৩নং নয়াপড়া ইউনিয়নের বাসিন্দা’র ইয়ংরিং ম্রো জানান – মহামারী করোনা ভাইরাসের কারণে অর্থনৈতিক ভাবে সংকটে আছি। বউ-বাচ্ছা নিয়ে সংসার চালাতে অনেক কষ্ট হচ্ছে। আমি ইউএনডিপি’র খাদ্য সহায়তা পেয়ে অনেক খুশি হয়েছি। তাদের খাদ্য সামগ্রী দিয়ে আমার সংসার ৫ থেকে ৭ দিন চালিয়ে নিয়ে যেতে পারবো এবং তাদের সবজি বীজ রোপন করে নিজে খাওয়ার মত শাক- সবজি উৎপাদন করতে পারবো। ২ নং চৈক্ষ্যং ইউনিয়নের বাসিন্দার খাদ্য সামগ্রী নিতে আসা রোজিনা আক্তার বলেন – ইউএনডিপি’র খাদ্য সামগ্রী পেয়ে অনেক ভালো হয়েছে। আমার স্বামী অনেক কষ্ট করে সংসার চালায়, পরিবারে সদস্য সংখ্যা প্রায় ৪/৫ জন এই খাদ্য সামগ্রী দিয়ে কিছু দিন ভালো যাবে। ইউএনডিপি’র ডিষ্ট্রিক্ট ম্যানেজার খুশিরায় ত্রিপুরা জানান-আমরা সবার সাথে সম্মনয় করে শান্তি-পূর্ণ ভাবে আলীকদমে ত্রাণ বিতরণ করতে পেরে আনন্দিত। মহামারী করোনা ভাইরাসের কারণে অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছে। ইউপি চেয়ারম্যানদের সার্বিক সহযোগীতায় আলীকদম উপজেলার ৪ টি ইউনিয়নের দূর্গম অঞ্চলের অসহায়, দিন – মজুর পরিবারের মাঝে ত্রাণ দিয়েছি। তিনি আরো বলেন – ৩নং নয়াপড়া ইউনিয়নে ত্রাণ বিতরণের জন্য সার্বিক সহযোগীতা দিয়েছে আলীকদম থানা পুলিশ।

শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর




© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT