ঢাকা (সকাল ১১:১১) বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

আম্পানে ক্ষতিগ্রস্হ অসহায় বিধবা মহিলার পাশে দাড়াঁলো আলীকদমে সেনা জোন

মোঃ কামরুজ্জামান মোঃ কামরুজ্জামান Clock মঙ্গলবার সন্ধ্যা ০৭:৩৯, ২ জুন, ২০২০

 সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ, বান্দরবান প্রতিনিধিঃ বান্দরবানের আলীকদম উপজেলায় অসহায় এক বিধবা মহিলার ভেঙ্গে যাওয়া ঘর পূর্ণ নির্মাণের জন্য টিন, নগদ টাকা সহায়তা দিলো আলীকদম সেনা জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল সাইফ শামীম, পিএসসি। মঙ্গলবার (২ জুন) সকালের দিকে ২৩ বীরের ক্যান্টিন আলীকদম মিঠায় ঘরের মাঠে আছিয়া বেগম নামের এক বিধবা মহিলাকে ৫ বান্ডিল টিন ও আর্থিক সহায়তার দেন আলীকদম জোন। সহায়তা পাওয়া আছিয়া বেগম কে বলেন, আমার স্বামী মারা যাওয়ার পর আমিসহ পাঁচ সদস্যের পরিবারের অবস্থায় খুব শোচনীয়। কোন ভাবে দিন যাপন করছি। কিছুদিন আগে প্রচুর বৃষ্টি ও বাতাসের কারণে আমাদের থাকার একমাত্র ঘরটিও ভেঙে যায়। বৃষ্টি দিলেই আমাদের ভিজতে হয়। কিন্তু আজ পর্যন্ত কেউ সাহায্যের হাত বাড়ায়নি। সেনাবাহিনী স্বেচ্ছায় খোজখবর নিয়ে আমাকে ত্রাণ সামগ্রী দিয়ে ছিল। আলীকদম জোন শুধু টিন ও টাকা দেন নি। নিয়ে যাওয়ার জন্য গাড়ী ভাড়াও দিয়েছেন। আরও প্রয়োজনীয় কিছু লাগলে, জানালে আলীকদম জোন প্রয়োজনীয় সহায়তা দেবে বলে জানান। এসময় আলীকদম জোনের ক্যাপ্টেন আতিকুর রহমান, জোন জেসিও ইকরামুল হকসহ বিভিন্ন কর্মকর্তারা এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এদিকে একেই সময় আলীকদম উপজেলার অস্বচ্ছল পরিবারের মাঝে আলীকদম জোনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে এবং টিউবওয়েল ও পানি সমস্যাপূর্ণ বিভিন্ন এলাকায় সেনাবাহিনীর গাড়ীতে করে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করা হয় প্রতিদিন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT