ঢাকা (রাত ১২:৫৯) বৃহস্পতিবার, ৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

আমি একটা জিন্দা লাশ’ গানের শিল্পী বারী সিদ্দিকী আর নেই

জাতীয় ২২২২৬ বার পঠিত

মেঘনা নিউজ ডেস্ক মেঘনা নিউজ ডেস্ক Clock শুক্রবার বেলা ১২:১৫, ২৪ নভেম্বর, ২০১৭

আমি একটা জিন্দা লাশ’ গানের শিল্পী বারী সিদ্দিকী আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল ২৩-১১-২০১৭ বৃহস্পতিবার আনুমানিক রাত দুইটা ত্রিশ মিনিটের দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত এই সংগীতশিল্পী। রাত পৌনে তিনটাই তার বড় ছেলে সাব্বির সিদ্দিকী এই তথ্য নিশ্চিত করেছেন।

 

বারী সিদ্দিকীর প্রথম জানাজা হবে সকাল সাড়ে ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে, দ্বিতীয় জানাজা হবে বাংলাদেশ টেলিভিশন ভবনে সকাল সাড়ে ১০টায়। বাদ আসর তৃতীয় ও শেষ জানাজা হবে নেত্রকোনা সরকারি কলেজে। এরপর বারী সিদ্দিকীকে নেত্রকোনার কারলি গ্রামে ‘বাউল বাড়ি’তে দাফন করা হবে।

 

আগে থেকেই তার দুটি কিডনি অকার্যকর ছিল। এছাড়া বহুমূত্র রোগেও ভুগছিলেন তিনি। গেল শুক্রবার রাতে হঠাৎ করেই হৃদরোগে আক্রান্ত হয়ে অচেতন হয়ে পড়ায় রাজধানীর স্কয়ার হাসপাতালের স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছিল তাকে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT