ঢাকা (ভোর ৫:১৮) শুক্রবার, ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

আবাসিক হোটেলে নারীসহ গ্রেফতার ৪

মোঃআতিকুর হাসান,আদমদিঘী,বগুড়া মোঃআতিকুর হাসান,আদমদিঘী,বগুড়া Clock মঙ্গলবার রাত ০৯:২৪, ২৯ ডিসেম্বর, ২০২০

বগুড়ার আদমদীঘির সান্তাহার রেলওয়ে টিকেট কাউন্টারে পার্শ্বে অবস্থিত পলাশ আবাসিক হোটেলে আদমদীঘি থানা পুলিশ এক অভিযান চালিয়ে অনৈতিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে নারী ও পুরুষসহ মোট ৪ জনকে গ্রেফতার করেছে।

আজ মঙ্গলবার দুপুরে উক্ত হোটেল থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার কুলুপুর গ্রামের কুব্বাত আলীর ছেলে রিয়াজ উদ্দিন (৩৭), কুমিল্লার দাউদকান্দির নতুন চাষি গ্রামের খোকন আলীর মেয়ে মোছাঃ রোকসানা (২৮), ঢাকা সদরের আবু তাহেরের মেয়ে মোছাঃ বৃষ্টি খাতুন (২০) ও বগুড়া সদরের বাদুরতলা আদর্শ স্কুল এলাকার ইসরাইলের মেয়ে ইয়াসমিন (২২)।

এ বিষয়ে আদমদীঘি থানার (ওসি) ভারপ্রাপ্ত কর্মকর্তা জালাল উদ্দিন সাংবাদিকদের জানান গোপন সংবাদের ভিত্তিতে অসামাজিক কার্যকলাপের সময় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পরে গ্রেফতারকৃতদের বগুড়া জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।

 




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT