আবারও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রদল ও ছাত্রলীগের সংঘর্ষ
নিজস্ব প্রতিনিধি বৃহস্পতিবার বিকেল ০৪:৪৭, ২৬ মে, ২০২২
দুই দিনের মাথায় ঢাকায় ফের সংঘর্ষে জড়িয়েছে ছাত্রদল ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় গুলিবর্ষণের ঘটনাও ঘটেছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে।
বৃহস্পতিবার (২৬ মে) দুপুর ১২টার দিকে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে হাইকোর্ট এলাকা থেকে মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢোকার চেষ্টা করে ছাত্রদল।
জানা গেছে, মিছিলটি হাইকোর্ট মোড় হয়ে দোয়েল চত্বরের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করে। এ সময় দোয়েল চত্বর এলাকায় আগে থেকেই অবস্থান করছিল ছাত্রলীগের নেতা-কর্মীরা। ছাত্রদলের মিছিলটি দোয়েল চত্বর এলাকায় প্রবেশ করলে ছাত্রলীগের বাধার মুখে পড়ে। এ সময় ছাত্রদলের নেতা-কর্মীরা ছাত্রলীগকে ধাওয়া করে। ছাত্রদলের নেতা-কর্মীরা কিছুদূর অগ্রসর হওয়ার পর ছাত্রলীগের নেতা-কর্মীরা পাল্টা ধাওয়া করে।
ছাত্রলীগের পাল্টা ধাওয়ার আগে দুই পক্ষ পরস্পরের দিকে ইট-পাটকেল ছোড়ে। এ সময় ছাত্রলীগ এবং ছাত্রদলের নেতা-কর্মীদের হাতে লাঠিসোঁটা দেখা যায়। এছাড়াও অনেক ছাত্রলীগ নেতা-কর্মীদের মাথায় হেলমেট থাকতেও দেখা গেছে।
দৈনিক প্রথম আলোর অনলাইন সংস্করণের এক প্রতিবেদনে বলা হয়েছে, ছাত্রদল এবং ছাত্রলীগের ধাওয়া-পাল্টা ধাওয়ার এক পর্যায়ে গুলির শব্দ শোনা যায়। ছাত্রলীগের এক কর্মীর হাতে আগ্নেয়াস্ত্র দেখা গেছে বলেও প্রতিবেদনে বলা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, বেলা সোয়া ১২টার দিকে ছাত্রদলকে পাল্টা ধাওয়া দেয় ছাত্রলীগ। এতে ছত্রভঙ্গ হয়ে যান ছাত্রদলের নেতা-কর্মীরা। এ সময় ছাত্রদলের নেতা-কর্মীদের কেউ কেউ জাতীয় প্রেসক্লাব এবং হাইকোর্টের ভেতরে গিয়ে লুকিয়ে পড়েন। অনেকে যেদিকে পেরেছেন সরে গেছেন।
এর আগে, গত মঙ্গলবার সকাল ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রাশেদ ইকবাল খান, কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়াসহ অন্তত ৩০ জন নেতাকর্মী আহত হন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়।