আফগানিস্তানে জুমার নামাজে বোমা বিস্ফোরণে নিহত ৫০
নিজস্ব প্রতিনিধি শনিবার বিকেল ০৫:৫৪, ৩০ এপ্রিল, ২০২২
আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি মসজিদে শক্তিশালী বোমা বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ জন। আহত হয়েছে বেশ কয়েকজন। জুম্মার নামাজের পর এই বিস্ফোরণ হয় বলে জানিয়েছে তালেবান মুখপাত্র।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, শহরের সেরাহি আলাউদ্দিন এলাকায় এই হামলা হয়েছে।
এছাড়া রয়টার্স জানিয়েছে, খলিফা সাহিব মসজিদে সুন্নি মুসলিমরা জুম্মার নামাজের পর বিশেষ জামাতে জড়ো হলে সেখানে বিস্ফোরণের ঘটনা ঘটে।
শুক্রবার জুমার নামাজের পর জিকিরে অংশ নেয়া মুসল্লিদের লক্ষ্য করে এই বোমা হামলা চালানো হয়।
আফগানিস্তানে গত দুই সপ্তাহ ধরে শিয়া মতাবলম্বীদের লক্ষ্য করে বেশ কয়েকটি বোমা হামলার দায় স্বীকার করেছে আই/এস। তবে শুক্রবারের হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি।
তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এই হামলার নিন্দা জানিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছেন এবং এর জন্য দায়ীদের খুঁজে বের করে শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন।
হামলার জন্য কে দায়ী তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আফগানিস্তানে সম্প্রতি দফায় দফায় এমন হামলা হয়েছে। তার মধ্যে কিছু হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।
এর আগে সর্বসাম্প্রতিক হামলাটি হয়েছে গত শুক্রবার। তালেবান গত বছর আগাস্টে আফগানিস্তানের ক্ষমতা দখলের পরই আইএস কে অনেকাংশেই দমন করে দেশকে নিরাপদ করা হয়েছে বলে দাবি করলেও, এই জঙ্গি গোষ্ঠীটি এখনও তালেবান শাসকদের জন্য চ্যালেঞ্জ হয়ে আছে বলেই অভিমত আন্তর্জাতিক কর্মকর্তা ও বিশ্লেষকদের।