ঢাকা (সন্ধ্যা ৭:০৮) বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

আদমদীঘিতে সবজি ও পুষ্টি বাগানের উপকরণ বিতরণ

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock বৃহস্পতিবার সন্ধ্যা ০৭:২৪, ২৫ জুন, ২০২০

মিরু হাসান বাপ্পী, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি বৃহস্পতিবার, ২৫ জুন ২০২০ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা ‘প্রতি ইঞ্চি জমিতে ফসল ফলানো’ নিশ্চিতকল্পে বগুড়ার আদমদীঘি উপজেলায় প্রায় দুই শত সবজি ও পুষ্টি বাগান স্থাপনে উপকরণ বিতরণ করা হয়েছে।

জানা গেছে, ২০১৯-২০ অর্থ বছরের খরিপ-১ / ২০২০-২১মৌসুমে পারিবারিক কৃষির আওতায় সবজি ও পুষ্টি বাগান স্থাপনে প্রণোদনা কর্মসূচির আওতায় ১৯২ প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও একাধিক রকম জৈব ও রাসায়নিক সার ও ফসল ফলানোর খরচ বাবদ টাকার চেক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এ,কে,এম আব্দুল্লাহ বিন রশিদ। প্রধান অতিথি হিসাবে বীজ, সার ও টাকার চেক বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু।

এ সময় বাস্তবায়ন কমিটির সচিব উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ মিঠু চন্দ্র অধিকারি ও সদস্য সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সুজয় পাল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT