আদমদীঘিতে রাস্তায় ধান রোপন করে অভিনব প্রতিবাদ
মোঃ কামরুজ্জামান বুধবার রাত ১০:৪৭, ১৫ জুলাই, ২০২০
মিরু হাসান বাপ্পী, আদমদীঘি প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘি উপজেলার নসরতপুর ইউনিয়নের বিনাহালী গ্রামের সড়কের বেহাল দশা হওয়ায় গ্রামের যুবকেরা রাস্তায় ধান রোপন করে জানালো অভিনব প্রতিবাদ। আদমদীঘির নসরতপুর ইউনিয়নের এর সর্ব বৃহৎ গ্রাম বিনাহালী। এই গ্রামের ভোটার সংখ্যা প্রায় ২৫০০ জন। গ্রামের ২টি রাস্তার মধ্যে ১টি কাচা এবং ১টি পাকা। কাচা রাস্তাটির দীর্ঘদিন থেকেই নেই কোন সংস্কার আর বর্ষাকালে এ রাস্তার কাদায় হাঁটাচলা দায়। এলাকাবাসী দীর্ঘদিন ধরে এ রাস্তা সংস্কারের দাবি জানালেও কাজ না হওয়ায় এবার তারা রাস্তায় ধানের চারা রোপণ করে প্রতিবাদ জানিয়েছেন। গত মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর ১২টায় উপজেলার নসরতপুর ইউনিয়নের বিনাহালী গ্রামের কাচা রাস্তায় ধান রোপন করে প্রতিবাদ জানান এলাকাবাসী। অভিনব এই প্রতিবাদে অংশ নেন ওই এলাকার বিভিন্ন শ্রেণী পেশার শতাধিক মানুষ। কাচা রাস্তাটির এদিক থেকে অনেক শিক্ষার্থীদের কে স্কুল কলেজে যেতে হয় এবং জীবিকার তাগিদে বিভিন্ন শ্রেণী পেশার হাজার হাজার মানুষকে প্রতিনিয়ত চলাচল করতে হয় এই রাস্তা দিয়ে। যুগের পর যুগ মানুষ কষ্ট করে যাচ্ছে, শুধু কষ্ট বললে ভুল হবে,প্ রচন্ড দূর্ভোগ। বর্তমানে বর্ষাকালে বয়স্ক মানুষ, গর্ভবতী কেউ বের হতে পারেনা এই রাস্তা দিয়ে। কেউ অসুস্থ হয়ে পড়লে এই রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হয়ে পড়ে অত্যন্ত কষ্টকর।