ঢাকা (রাত ১২:৩৭) মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


আদমদীঘিতে দোকানের তালা ভেঙ্গে মালামাল চুরি

মোঃআতিকুর হাসান,আদমদিঘী,বগুড়া মোঃআতিকুর হাসান,আদমদিঘী,বগুড়া Clock বুধবার রাত ০৮:৪৫, ২৪ ফেব্রুয়ারী, ২০২১

বগুড়ার আদমদীঘি উপজেলায় একটি দোকানে বড় ধরনের চুরির ঘটনা ঘটেছে। মেসার্স মন্ডল এন্টারপ্রাইজ নামে ওই দোকান থেকে পাঁচ লাখ টাকার ১৯৮টি গ্যাসের সিলিন্ডার চুরি করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার রহিম উদ্দীন কলেজ গেট সংলগ্ন ব্রিজের পশ্চিম পার্শ্বে ঘটনাটি ঘটে।

মন্ডল এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী আব্দুস সবুর মন্ডল জানান, চুরির এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন তিনি। সবুর আরও জানান, মঙ্গলবার রাত ১২টার দিকে দোকান বন্ধ করে বাড়ি চলে যান তিনি। বুধবার সকালে এসে দেখতে পান দোকানের তালা ভাঙা। পরে শাটার খুলে ভেতরে ঢুকে দেখতে পান দোকানে থাকা জি-গ্যাস, বসুন্ধরাসহ বিভিন্ন কোম্পানির ১২ কেজি ওজনের ১৯৮টি গ্যাস ভর্তি সিলিন্ডার, ৪টি গ্যাসের চুলা ও রাইস কুকারসহ ৫ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। মালামাল চুরি হলেও চোরেরা উপজেলার ইন্দইল ব্রিজের কাছে দোকানের প্রয়োজনীয় কাগজপত্র ফেলে রেখে যায়।

স্থানীয়রা জানান, সবুরের দোকানের পাশে মঙ্গলবার গভীর রাতে অজ্ঞাত কিছু লোকজন উচ্চ শব্দে গান বাজাচ্ছিল। ব্যবসা প্রতিষ্ঠানে চুরির উদ্দেশ্যে চোরেরা এ কাজ করতে পারে বলে ধারণা তাদের।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন সাংবাদিকদের বলেন, খবর পেয়ে ওই ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়েছে। তবে ভুক্তভোগী এখনও মামলা বা অভিযোগ দায়ের করেননি। চুরি যাওয়া মালামাল উদ্ধার ও জড়িতদের গ্রেপ্তারে জোর তৎপরতা চালানো হচ্ছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT