ঢাকা (সন্ধ্যা ৭:২৮) বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


আদমদীঘিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানঃ৩০হাজার টাকা জরিমানা,গ্যাস ট্যাবলেট ও পলিথিন জব্দ

মিরু হাসান বাপ্পী,আদমদীঘি(বগুড়া) মিরু হাসান বাপ্পী,আদমদীঘি(বগুড়া) Clock সোমবার রাত ০৩:০৫, ১৪ সেপ্টেম্বর, ২০২০

বগুড়ার আদমদীঘিতে পলিথিন, মাছ ও পশুপাখির খাদ্যের দোকানে নিয়ম বহির্ভূত ভাবে বিপুল পরিমান বিষাক্ত গ্যাস ট্যাবলেট রেখে বিক্রির দায়ে তিন ব্যবসা প্রতিষ্ঠানের ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার সন্ধ্যা ৭টায় উপজেলার সদর এলাকায় অভিযান চালিয়ে জরিমানার পাশাপাশি বিপুল পরিমান গ্যাস ট্যাবলেট ও পলিথিন জব্দ করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একেএম আব্দুল্লাহ বিন রশিদ জানান, আদমদীঘি স্টেশন সংলগ্ন বাজার এলাকায় মেসার্স হাবিব মৎস্য খামার এন্ড খাদ্য ভান্ডারে বিষাক্ত গ্যাস ট্যাবলেট রাখার দায়ে প্রতিষ্ঠানের সত্বাধিকারী আনোয়ারুল ইসলামের ৫ হাজার টাকা, বাজার এলাকায় মেসার্স বকুল ট্রের্ডাসের সত্বাধিকারী কামরুল হুদার ২০ হাজার টাকা জরিমানাসহ ২৮ বোতলে রাখা (৯২৪০ পিছ) গ্যাস ট্যাবলেট জব্দ করা হয় এবং মেসার্স সরকার ট্রেডার্সে নিষিদ্ধ পলেথিন রাখার অপরাধে চার বস্তায় ৪মন পলিথিন জব্দ ও প্রতিষ্ঠানের সত্বাধিকারী নওশাদ সরকারের ৫হাজার টাকা জরিমানা করা হয়েছে।

পরে উপজেলা চত্বরে জব্দকরা বিষাক্ত গ্যাস ট্যাবলেট ও বিপুল পরিমান পলিথিন ধ্বংস করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুজয় পাল।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT