ঢাকা (সকাল ৮:৪১) শুক্রবার, ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

আদমদীঘিতে ঔষধের দোকান সিলগালা ও ভেজাল সেমাই জব্দসহ ২০ জনের জরিমানা

মিরু হাসান বাপ্পী, আদমদীঘি, বগুড়া মিরু হাসান বাপ্পী, আদমদীঘি, বগুড়া Clock সোমবার রাত ১১:৫৫, ২৭ জুলাই, ২০২০

বগুড়ার আদমদীঘির শাওইল বাজারে ঔষধের দোকানে লাইসেন্স নবায়ন না করার অপরাধে ঔষধের দোকান সিলগালা, ভেজাল স্যানিটাইজার ব্যবহার, মাস্ক ব্যবহার না করা ও লেভেল বিহীন ৬ খাঁচি সেমাই জব্দ করে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২৬ জুলাই) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট একেএম আব্দুল্লাহ বিন রশিদ অভিযান চালিয়ে ২০ জনকে জরিমানা ও ঔষধের দোকান সিলগালা করেন। এসময় সহকারি কমিশনার (ভূমি) মাহবুবা হক ও থানা পুলিশ উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানাযায়, শাওইল বাজারে অভিযান চালিয়ে সরদার ফার্মেসী নামের ঔষধের দোকান মালিক উপজেলা আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মজিবর রহমান ২০০৭ সালের পর থেকে প্রায় ১২ বছর লাইসেন্স নবায়ন না করে অবৈধ ভাবে ঔষধ ব্যবসা চালিয়ে আসছিল। তাকে না পাওয়ায় ঔষধের দোকান সিলগালা করা হয়েছে। এ ছাড়া অনুমোদন ছাড়া খোলা অবস্থায় সেমাই বিক্রির অপরাধে ৬টি খাঁচি সেমাই জব্দ ও মাস্ক ব্যবহার না করার অপরাধে ২০ জনকে ১৪টি মামলায় ১৭ হাজর ৫শ টাকা জরিমানা করা হয়।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT