আদমদীঘিতে আধুনিক প্রযুক্তিতে গরু খামারীদের প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ
নিজস্ব প্রতিনিধি সোমবার রাত ১১:০৩, ১৩ জুলাই, ২০২০
বগুড়ার আদমদীঘি উপজেলা প্রাণী সম্পদ অফিসের অধীনে আধুনিক প্রযুক্তিতে গরু হিষ্টপুষ্ট করণ প্রকল্পের আওতায় সুফল ভোগী খামারীদের প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার উপজেলা হল রুমে উপজেলার ৪২৫ জন খামারীদের প্রশিক্ষণ ও ভিটামিন, কৃমি নাশক ঔষুধ, ভ্যাকসিন সহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়। এ লক্ষে এক আলোচনা সভা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মাহাবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু, উপজেলা নির্বাহী অফিসার এ.কে.এম আব্দুল্লাহ বিন রশিদ, বগুড়া জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা কর্মকর্তা ডাঃ মাসুদুর রহমান, সহকারি পরিচালক (কৃত্রিম প্রজনন) ডাঃ সাজেদুল ইসলাম প্রমূখ।