ঢাকা (সকাল ৭:৪৬) বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


আত্মহত্যার হাত থেকে কিশোরীকে রক্ষা করলেন পুলিশ

মিরু হাসান বাপ্পী,আদমদীঘি (বগুড়া) মিরু হাসান বাপ্পী,আদমদীঘি (বগুড়া) Clock মঙ্গলবার সন্ধ্যা ০৭:১৪, ৮ সেপ্টেম্বর, ২০২০

বাবা-মার উপর অভিমান করে আত্মহত্যার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে আসা কিশোরীকে ফিরিয়ে দিলেন বগুড়ার আদমদীঘির সান্তাহার রেল পুলিশ। সোমবার সকালে রিয়া খাতুন (১৭) নামের কিশোরীকে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। কিশোরী রিয়া জয়পুরহাট সদরের বামনপুর গ্রামের কুতুব আলীর মেয়ে।

সান্তাহার রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তফা কামাল জানান, বাবা ও মায়ের সাথে রাগারাগির এক পর্যায়ে ওই কিশোরী অভিমান করে আত্মহত্যার জন্য রবিবার দুপুরে জয়পুরহাট থেকে খুলনাগামী রুপসা এক্সপ্রেস আন্ত:নগর ট্রেনে আত্মহত্যার উদ্দেশ্যে বাড়ী থেকে বেরিয়ে।

ট্রেনে কর্তব্যরত পুলিশ তাকে দেখে সন্দেহ হলে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সান্তাহার রেলওয়ে থানায় নিয়ে আসেন। ওই রাতেই বাবা-মা’র কাছে খবর দিলে পরের দিন সকালে তারা থানায় এসে মেয়েকে নিয়ে যান।

এসময় কিশোরীর বাবা কুতুব আলী সান্তাহার রেলওয়ে থানার ওসি মনজের আলীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT