ঢাকা (সন্ধ্যা ৭:৪৭) বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


আজ সাঘাটায় ৪ঠা ডিসেম্বর পালনে সকল প্রস্তুতি সম্পন্ন

আসাদ খন্দকার,সাঘাটা,গাইবান্ধা আসাদ খন্দকার,সাঘাটা,গাইবান্ধা Clock বৃহস্পতিবার রাত ১১:৪৩, ৩ ডিসেম্বর, ২০২০

আজ ৪ঠা ডিসেম্বর গাইবান্ধার সাঘাটা-ফুলছড়ি এলাকার এক অবিস্মরণীয় দিন। একাত্তরের ৪ঠা ডিসেম্বর গাইবান্ধার সাঘাটা উপজেলার গোবিন্দী ওয়াবদা বাঁধে পাক হানাদার বাহিনীর সাথে বীরমুক্তিযোদ্ধা সামছুল আলমের নেতৃত্বে মুক্তিযোদ্ধাদের সম্মুখ যুদ্ধে বাদল, আফজাল, কাবেজ আলী ও ওসমান গণি এই ৫জন বীর মুক্তিযোদ্ধা শহীদ হন। মুক্তিযোদ্ধাদের প্রতিরোধের মুখে পাকহানাদার বাহিনী পালিয়ে যেতে বাধ্য হয়। ফলে ৪ঠা ডিসেম্বর সাঘাটা-ফুলছড়ি উপজেলা পাকহানাদার মুক্ত হয়।

আজ উক্ত ৫ শহীদ বীরমুক্তিযোদ্ধাদের স্মরণে প্রতি বছরের ন্যায় এবারও সাঘাটা উপজেলা পরিষদ মিলনায়তনে পালন করা হবে আলোচনা সভা।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের ডেপুটি স্পীকার এ্যাড. ফজলে রাব্বী মিয়া এম.পি।

এছাড়া উক্ত সভায় জেলা প্রশাসক, ইউএনও, বীরমুক্তিযোদ্ধা গৌতম চন্দ্র মোদক, যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা সহ অন্যান্য বীরমুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক নাছিরুল আলম স্বপন, সাংবাদিক ও স্থানীয় নেতৃবৃন্দসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।

৪ঠা ডিসেম্বর উদযাপন কমিটির আহবায়ক, মুক্তিযোদ্ধা সংসদ গাইবান্ধা জেলার সাবেক ডেপুটি কমান্ডার ও যুদ্ধকালীন কমান্ডার আলহাজ্ব সামছুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT