ঢাকা (রাত ৩:১২) শুক্রবার, ২রা মে, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

আজকের শিক্ষার্থীরা আগামীতে দেশ ও জাতির কর্ণধার: আব্দুস সাত্তার

হোসাইন মোহাম্মদ দিদার হোসাইন মোহাম্মদ দিদার Clock শনিবার বিকেল ০৫:০৩, ২৬ এপ্রিল, ২০২৫

আজকের শিক্ষার্থীরাই আগামীতে দেশ ও জাতির কর্ণধার বলে মন্তব্য করেছেন দাউদকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও জনহিতৈষী রাজনৈতিক ব্যক্তি আব্দুস সাত্তার।

 

তিনি আরও বলেন, একজন ভালো মানুষ কিংবা জাতি গড়ার পেছনে মায়েদের ভূমিকা অনেক। মায়েররা যত্নবান হওয়ার কারণেই ভালো পরিবেশ হয় এবং এতে মেধাবী শিক্ষার্থী তৈরি হয়।

রাহমাতুননেসা চ্যারিটির চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সাত্তার বলেন, একটি জাতির রাতারাতি বদলে যাওয়ার শক্তিশালী হাতিয়ার হলো ভালো মেধাসম্পন্ন শিক্ষিত জনগোষ্ঠী। মানুষের মত মানুষ হতে হলে শিক্ষার কোনো বিকল্প নেই।

 

শনিবার(২৬ এপ্রিল) সকাল ১১টায় পৌরসভার আইডিয়াল স্কুলের প্রাঙ্গনে বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সভাপতি মোস্তাক সরকারের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন—দাউদকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মিহিন উল্লাহ, ক্রীড়া ব্যক্তিত্ব নাজমুল হক সরকার, সেলিম সরকার, ইফতেখার আহমেদ বিপুল সরকার,

পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক বাবুল মোল্লা, দাউদকান্দি পৌরসভা উচ্চ বিদ্যালয়লের সভাপতি তৌফিক রুবেল,

অভিভাবক প্রতিনিধি সদস্য জহিরুল ইসলাম রিপন, রোটারিয়ান শাহীন চৌধুরী, মাওলানা শাহজাহান তালুকদার, জসিম মাহমুদ, ,ঢাকা ওয়াসার কর্মকর্তা কামরুল হাসান,  বোরহান উদ্দিন প্রধান, পৌর জাসাসের আহ্বায়ক মোল্লা, মহসিন আহম্মেদ।

 

পরে আলোচনাসভার পর অনুষ্ঠানে আমন্ত্রিত প্রধান অতিথি আব্দুস সাত্তার শিক্ষার্থীদের পুরস্কার ও সনদ বিতরণ করেন। এর আগে বিদ্যালয়ের পক্ষ থেকে দাউদকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি আব্দুস সাত্তার ও দাউদকান্দি পৌরসভা উচ্চ বিদ্যালয়ের সভাপতি তৌফিক রুবেলকে সম্মাননা স্মারক প্রদান ও ফোটো ফ্রেম উপহার দিয়েছেন বিদ্যালয় কর্তপক্ষ।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT