ঢাকা (রাত ৮:৫১) সোমবার, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

অস্ত্রোপচার সফল : সুস্থ সৌদি ফুটবলার ইয়াসির

অস্ত্রোপচার সফল : সুস্থ সৌদি ফুটবলার ইয়াসির
অস্ত্রোপচার সফল : সুস্থ সৌদি ফুটবলার ইয়াসির

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক Clock বৃহস্পতিবার বেলা ১২:২০, ২৪ নভেম্বর, ২০২২

আর্জেন্টিনার বিপক্ষে ঐতিহাসিক জয়ের দিনে ভয়াবহ ইনজুরিতে পড়েছিলেন সৌদি আরবের ডিফেন্ডার ইয়াসির আল শাহরানি। তার চোয়াল ও মুখের বাঁ দিকের হাড় ভেঙে যায়। তবে বুধবার রাতে সফল অস্ত্রোপচার হয়েছে এবং তিনি সুস্থ আছেন।

বুধবার রাতে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে সৌদি ফুটবল ফেডারেশন।

মঙ্গলবার রাতে আর্জেন্টিনার বিপক্ষে ২-১ গোলের ঐতিহাসিক এক জয় পেয়েছে সৌদি আরব। ম্যাচের শেষ দিকে এসে আর্জেন্টিনার একটি আক্রমণ ঠেকাতে গিয়ে সামনে চলে এসেছিলেন সৌদি গোলরক্ষক মোহাম্মদ আল-ওয়াইস। এ সময় লাফিয়ে উঠে বল ধরতে গিয়ে তার হাঁটুর সঙ্গে বেশ জোরে আঘাত পান স্বদেশি ইয়াসির আলি শাহরানি।

অনেকটা সময় মাঠেই পড়ে ছিলেন শাহরানি। তার মুখ রক্তে ভেসে যায়। এর পর স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় তাকে।

এক্সরের পর জানা যায়, ইয়াসির আল শাহরানির চোয়াল ও মুখের বাঁ দিকের হাড় ভেঙে গেছে। ভেতরে রক্তক্ষরণ হওয়ায় তার অস্ত্রোপচারের প্রয়োজন হয়।

সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান নির্দেশ দিয়েছেন, চিকিৎসার জন্য প্রাইভেট বিমানে করে যেন ইয়াসিরকে জার্মানিতে পাঠানো হয়।

এর পর সৌদি যুবরাজের ব্যক্তিগত বিমানে করে জার্মানিতে অস্ত্রোপচারের জন্য নিয়ে যাওয়া হয় তাকে।

رسالة من ياسر الشهراني الى الجمهور السعودي💚

رسالة من ياسر الشهراني إلى الجمهور السعودي💚

Posted by Saudi Arabian Football Federation on Tuesday, 22 November 2022




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT