ঢাকা (সকাল ১১:৩০) সোমবার, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

অবৈধ স্থাপনায় অভিযানের সময় মহেশখালী এসিল্যান্ডের গাড়িতে হামলা

শফিউল আলম,কক্সবাজার শফিউল আলম,কক্সবাজার Clock রবিবার রাত ০১:০৫, ৫ জুন, ২০২২

মহেশখালীর হোয়ানকে মোবাইল কোর্ট অভিযান পরিচালনাকালে উপজেলা প্রশাসনের লোকজনের ওপর হামলা চালিয়েছে। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলামের সরকারি গাড়িতে ভাংচুর চালানো হয়েছে।

৪ জুন শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। বর্তমান ইজারা গ্রহীতা ফখর উদ্দীন গং ইজারাদারের অভিযোগের ভিত্তিতে সেখানে অবৈধভাবে স্থাপিত বাজার দেখতে, সরেজমিনে তদন্তে গেলে তাদের উপর এ হামলা চালায় বলে জানান সহকারী কমিশনার (ভূমি)।

গত ৮মে ইজারাদার ফখরুদ্দীন বাদী হয়ে বিবাদী ৬ জনের বিরুদ্ধে কর আদায়ে ব্যঘাত ও বহু পুরাতন বাজার অন্যত্র সরিয়ে ফেলার অভিযোগের ভিত্তিতে অভিযান চালান সহকারী কমিশনার (ভূমি)। এ সময় পুলিশ ও আনসার সদস্য আহত হন।

এ বিষয়ে ইজারাদার শওকত উসমান সবুজ বলেন, আমাদের অভিযোগের ভিত্তিতে ইউএনও স্যারের নির্দেশে সহকারি কমিশনার (ভূমি) তদন্ত করতে আসলে তারা অতর্কিত এ হামলা চালায়। এসময় হামলাকারীরা ইট,পাটকেল ও বোতল ছুঁড়ে মারেন বলে জানান।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, কালাগাজীর পাড়া বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনাকালে বিবাদী সন্ত্রাসীরা অতর্কিত সহকারী কমিশনারের গাড়ীতে হামলা চালায়। এসময় তারা গাড়ীতে ঢিল ছুড়ে গ্লাস ভেঙ্গে ফেলে। রাস্তায় ব্যারিকেড দেয়। পরে সেখান থেকে দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে নিরাপদে সরে এসে হোয়ানক ইউনিয়ন পরিষদ ভবনে এসে আশ্রয় নেন তারা।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলার নির্বাহী অফিসার মো:ইয়াছিন ও মহেশখালী থানার ওসি (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল হাই।

মহেশখালী থানার ওসি মোঃ আব্দুল হাই জানান, বাজারের ইজারা নিয়ে এসিল্যান্ডের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনার সময় একটি পক্ষ হামলা চালিয়ে গাড়ী ভাংচুর করেছে। দোষীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT