ঢাকা (দুপুর ২:২৪) বৃহস্পতিবার, ২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

অগ্নিকাণ্ডে নিঃস্ব দুই পরিবার : পাশে দাঁড়াল জামায়াতে নেতা ইঞ্জিনিয়ার আরিফ

স্টাফ রিপোর্টার স্টাফ রিপোর্টার Clock বৃহস্পতিবার দুপুর ০১:০২, ২২ জানুয়ারী, ২০২৬

বিদ্যুতের শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে দাউদকান্দি উপজেলার বিটেশ্বর ইউনিয়নের দুইটি পরিবারের ঘরবাড়ি পুড়ে সম্পূর্ণভাবে নিঃস্ব হয়ে পড়েছে। এ মর্মান্তিক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, বিটেশ্বর ইউনিয়ন।

মানবিক দায়িত্ববোধ থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত বিটেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মিজানুর রহমান আরিফ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে আর্থিক সহায়তা তুলে দেন। একই সঙ্গে তিনি পুড়ে যাওয়া ঘরবাড়ি পুনর্নির্মাণে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এ সময় তিনি বলেন, দুর্যোগে আক্রান্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। এই সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর নতুন করে ঘুরে দাঁড়াতে সহায়ক হবে, ইনশাআল্লাহ।

স্থানীয়রা জামায়াতে ইসলামীর এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT