ঢাকা (সন্ধ্যা ৭:৪৩) মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


অক্সিজেনের ফেরিওয়ালা সুকর্মা ফাউন্ডেশন এর শেখ সুহানা

এইচএম দিদার,দাউদকান্দি,কুমিল্লা এইচএম দিদার,দাউদকান্দি,কুমিল্লা Clock বুধবার রাত ১১:২৪, ৩০ জুন, ২০২১

করোনার দ্বিতীয় ঢেউয়ের কড়াল ঘ্রাসের স্রোতে ভাসছে বাংলাদেশ! দ্বিতীয় ঢেউয়ের সাথে যোগ হয়েছে করোনার শক্তিশালী ভারতীয় ভেরিয়েন্ট। বিশেষ করে রাজশাহী, টাঙ্গাইল,গাজীপুর, কষ্টিয়াসহ দেশের বেশ কিছু জেলা শহরে করোনার থাবায় নাস্তানাবুদ। জনজীবন স্থবির। গভীর সংকটকের আভাস ভেসে আসছে বাতাসে। গোটা দেশে এ পর্যন্ত মৃত্যুর কালো মিছিলে শামিল হয়েছে হাজারো মানুষ।থমকে যাওয়া এ পৃথিবী যেনো ধীরে ধীরে আঁধারে নিমজ্জিত হচ্ছে।

সীমাহীন দুর্ভোগের শংকা, উদ্বেগ ও উৎকণ্ঠায় জাতী।

হাসপাতালগুলোতে আইসিইউ সংকট,আছে বেড সংকটও। নেই পর্যাপ্ত অক্সিজেন সিলিন্ডার। ফ্রন্ট লাইনের যোদ্ধা ডাক্তার, নার্সরা চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে।

এমন অবস্থায় কঠোর লকডাউনে যাচ্ছে সরকার।

তবে করোনাকালীন শুরু থেকে আজেবধি করোনা আক্রান্ত রোগীর সেবা থেকে শুরু অসহায়দের খাদ্যসামগ্রী বিতরণসহ সম্মুখে থেকে কাজ করেছে রাজধানী ঢাকায় গড়ে ওঠা আর্তমানবিক সংগঠন “সুকর্মা ফাউন্ডেশন বাংলাদেশ”। ফাউন্ডেশনের নিজস্ব অর্থায়নে করোনা আক্রান্তকারীর বাসায় পৌঁছে দিচ্ছেন অক্সিজেন সিলিন্ডারও।

দিনরাত তাদের প্রতিবন্ধতা নয় যখনই উপকারভোগীর ফোন আসে ওপাশ থেকে তাদের স্বেচ্ছাসেবীরা অবিরাম ছুটে চলেন সেবা দিতে।

হিসাব মতে, এ পর্যন্ত প্রায় ২শ’ রোগীর বাসায় অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দিয়েছে সংগঠনটি ফাউন্ডার শেখ সুহানাসহ টিম সুকর্মার অন্যান্য সদস্যরা। কখনো সে নিজে স্কুটিতে চড়ে,আবার কখনো টিমের অন্যান্যরা স্কুটিতে চড়ে ঘরে ঘরে বিনামূল্যে পৌঁছে দিচ্ছেন অক্সিজেনের জরুরি সেবা।

এতোদিন কাজ করতে গিয়ে সমস্যা না হলেও সম্প্রতি রাজশাহী শহর এলাকায় কাজ করতে গিয়ে কিছুটা প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে বলে জানান সংগঠনটির ফাউন্ডার শেখ সুহানা।

তিনি আরও বলেন,”রাজশাহীতে কিছু ঝামেলাও হচ্ছে কাজ করতে, রোগীর বাসায় খালি সিলিন্ডার আটকে রেখে দিচ্ছে।অক্সিজেন রিফিল এর দোকানে আমাদের ফাউন্ডেশনের সিলিন্ডার রিফিল করে দিচ্ছে না।

রাজশাহী মেডিকেলে আমাদের কে বা কারা মোবাইল কেড়ে নিয়ে ছবি, ভিডিও ডিলিট করে দিয়েছে।অথচ আমরা রাত দিন এক এক করে রোগীদের সাপোর্ট দিয়ে যাচ্ছি।”




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT