অক্টোবর থেকে বন্ধ হচ্ছে ফেসবুক লাইভে পণ্য বিক্রি
নিজস্ব প্রতিনিধি মঙ্গলবার বিকেল ০৫:৩৯, ৯ আগস্ট, ২০২২
টিকটকের মতো ছোটো ভিডিওতে আগ্রহ বাড়ানোর জন্য; সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ১ অক্টোবর থেকে লাইভ ভিডিও এবং শিডিউল লাইভ ভিডিওতে পণ্য বিক্রি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে।
ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার বিজনেস হেল্প সেন্টার এক বিজ্ঞপ্তি দিয়ে এমনটাই জানিয়েছে। তবে ফেসবুক লাইভ ও ইভেন্টগুলোতে লাইভ ভিডিও সম্প্রচার করা যাবে, কিন্তু লাইভ ভিডিওর প্লেলিস্টে কোনো পণ্যের ট্যাগ দেয়া যাবে না।
ফেসবুক বলছে, গ্রাহকদের কাছে পণ্যকে পৌঁছাতে ফেসবুক ও ইন্সটাগ্রামে রিলস ফিচার ব্যবহার করতে পারবেন এফ-কমার্স (ফেসবুক ভিত্তিক ই-কমার্স প্ল্যাটফর্ম) উদ্যোক্তারা। রিলসে পণ্য ট্যাগ দেওয়ারও ব্যবস্থা থাকবে। ইন্সটাগ্রামে লাইভ শপিং ফিচার চালু থাকবে।
কেউ যদি আগের লাইভ ভিডিওগুলো সংরক্ষণ করতে চায়, সেক্ষেত্রে ফেসবুক পেজের ক্রিয়েটর স্টুডিওতে আগের ভিডিওগুলো ডাউনলোডের সুযোগ থাকবে।