৫-১১ বয়সী শিশুদের করোনার টিকা কার্যক্রম শুরু হচ্ছে বৃহস্পতিবার
নিজস্ব প্রতিনিধি বুধবার সন্ধ্যা ০৬:৪০, ১০ আগস্ট, ২০২২
করোনা সংক্রমন ঠেকাতে বৃহস্পতিবার (১১ আগস্ট) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) দুপুর ১২.৩০ মিনিটে আনুষ্ঠানিকভাবে শিশুদের টিকাদান কার্যক্রম উদ্বোধন করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।
বুধবার (১০ আগস্ট) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. মাইদুল ইসলাম প্রধানের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে স্বাস্থ্য অধিদপ্ততের মহাপরিচালক ডা. আবুল বাসার মো. খুরশীদ আলম বলেন, ৫-১১ বছরের শিশুদের টিকা কার্যক্রম বৃহস্পতিবার পরীক্ষামূলকভাবে শুরু হবে। এ টিকা কার্যক্রমের প্রথম রাউন্ড চলবে ২৫ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত মোট ১২ দিন। এরপর দ্বিতীয় রাউন্ড (দ্বিতীয় ডোজ কার্যক্রম) হবে প্রথম রাউন্ডের দুই মাস পর।
তিনি বলেন, শিশুদের জন্য ফাইজারের বিশেষ ব্যবস্থায় তৈরি করা টিকা পর্যাপ্ত পরিমাণে আমাদের হাতে আছে। আমাদের টিকা কর্মীরাও সারা দেশে প্রস্তুত রয়েছেন।