ঢাকা (দুপুর ১:৩৪) বুধবার, ২০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

১০ বছর ধরে নিখোঁজ মফিজকে ফিরে পেতে মানববন্ধন

এস এম সাখাওয়াত এস এম সাখাওয়াত Clock শনিবার রাত ১০:৩২, ১৭ আগস্ট, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর পরিচালনাকারী বেসরকারি প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেডের নিরাপত্তা কর্মকর্তা (সিকিউরিটি সুপারভাইজার) মফিজ উদ্দীনকে ফিরে পেতে মানববন্ধন করেছে তার পরিবার। শনিবার (১৭ আগস্ট) দুপুরে পরিবার ও এলাকাবাসীর ব্যানারে জেলার শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দর জিরো পয়েন্ট এলাকায় এই মানববন্ধন করা হয়।

 

এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন, মফিজ উদ্দীনের মা হাবিবা বেগম, স্ত্রী লাইলী বেগম, ভাই হাফিজুর রহমান এবং আব্দুর রহমান।

 

ঘন্টাব্যাপি চলা মানববন্ধনে বক্তারা বলেন, ১০ বছর আগে র‌্যাব পরিচয়ে সাদা পোশাকের কয়েকজন ব্যাক্তি তুলে নিয়ে যায় মফিজ উদ্দিনকে। সাথে আরো ৪ জনকে তুলে নিয়ে যাওয়া হলেও জেলা প্রশাসকের কার্যালয়ে স্থাপিত ভ্রাম্যমাণ আদালতে অন্যদের কাছ থেকে ৫ হাজার করে টাকা জরিমানা নিয়ে ছেড়ে দেয়া হলেও ফিরে আসেনি মফিজ। এ নিয়ে তার স্ত্রী লাইলি বেগম শিবগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করলেও কোন খোঁজ দিতে পারেনি পুলিশ। আর তাই মফিজ উদ্দিনের পরিবার তাকে জীবিত ফিরে পেতে বর্তমান সরকারের কাছে সহযোগিতা চান।

 

মানববন্ধনে এলাকাবাসী উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT